অভিযোগকারী নিজেই দুইটি মামলার আসামী

প্রথম পাতা » বোরহানউদ্দিন » অভিযোগকারী নিজেই দুইটি মামলার আসামী
শনিবার, ১৩ মে ২০১৭



---

বোরহানউদ্দিন প্রতিনিধি, ভোলাবাণী: ভোলা বোরহানউদ্দিন উপজেলার দেউলা ১ নং ওয়ার্ডে এক ভূমিহীন দিনমজুর তার ৮ম শ্রেনীর পড়ুয়া মেয়েকে বিবাহীত পুরুষ কর্তৃক অপহরনের অভিযোগ দিয়ে স্থানীয় মেম্বারের কাছে বিচার চেয়ে ধার্যকৃত চাঁদা দিতে ব্যর্থ হয়ে এখন অভিযোগকারী নিজেই দুইটি মামলার আসামী হয়ে হয়রানীর শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনা সুত্রে জানা যায়, দেউলা চরপাতা গ্রামের ১ নং ওয়ার্ডের অন্যের জমিতে আশ্রিত দিনমজুর মো: দিনইসলাম, পিতা-মৃত বাদশু মিস্ত্রির মেয়ে দেউলা তালুকদার বাড়ী স্কুলের ৮ম শ্রেনী পড়ুয়া মেয়েকে তারই পাশের বাড়ী ভাগ্নি জামাতা কর্তৃক স্কুল যাওয়ার পথে অপহরনের ঘটনা ঘটে।

ঘটনার জন্য অপহরনকারীর শশুর পক্ষের লোকজনকে জানালে তাহারা অপহরনকারী আসল ঠিকানা দিতে গড়িমসি করে সিলেট হবিগঞ্জের নবীগঞ্জ থানার ঠিকানা দেয়। ঠিকানার খোঁজ নিয়ে জানা যায় ঠিকানাটি ভূয়া। পরবর্তীতে এলাকার স্থানীয় মেম্বার মো: ইকবাল তালুকদার মেয়েকে উদ্ধার করে দেয়ার কথা বলে মেয়ের বাবার কাছে ৫০,০০০/- টাকা দাবী করে।

মেয়েকে ফিরিয়ে পাবার আশায় অসহায় পিতা ধার দেনা করে ২০,০০০/ টাকা মেম্বারকে দেয়। মেম্বার বাকী টাকার জন্য চাপ দিলে অসহায় পিতা তার অক্ষমতার কথা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মেম্বার ও তার ফুফুাতো ভাই সাবেক মেম্বার সাহাবুদ্দিন মিলে অপহরনকারী শশুর ও স্ত্রীকে দিয়ে অসহায় পিতা দ্বীন ইসলামের বিরুদ্ধে ভোলা আদালতে দুইটি পৃথক মামলা দায়ের করেন। মামল নং যথাক্রমে- সিআর-৮৪/১৭ তারিখ ২৬-০৪-১৭ইং ও আরেকটি মামলা ২০/০৪/১৭ খি।

উপায় না পেয়ে অসহায় পিতা ২/০৫/১৭ খ্রি: তারিখে কোর্টে অপহরনের মামলা দায়ের করে সুবিচার দাবী করেন। এ মামলার পর থেকে ঘটনার শিকার দ্বিন ইসলাম কে মামলা তুলে নেয়ার জন্য এলাকার মেম্বার বিভিন্ন লোকজন দিয়ে বিভিন্ন হুমকি এবং তাকে প্রাণ নাশের হুমকে দেন বলেও জানান দ্বিন ইসলাম। এর পর দ্বিন ইসলাম হুমকির প্রতিকার চেয়ে বোরহানউদ্দিন থানা সাধারণ ডায়েরী করেন বলে তিনি জানান।

ঘটনাস্থলে এই প্রতিবেদক গেলে ঘটনার বিস্তারিত জানতে পান যে, অপহরনকারী বাদীর আপন বোনের মেয়ে জামাই, তারা ঢাকাতে পরিচয়সুত্রে আত্বীয়তা বন্ধন হয়ে এলাকায় জামাইকে নিয়ে চলে আসে, কারন জানা যায় অপহরনকারী সাগর একজন ধুরন্ধর ধান্ধাবাজ ও বখাটে জাতের পুরুষ। সে বিয়ে ও অপহরনের মাধ্যমে নারী শিশুদের পাচার করে দেয়। সে বোরহানউদ্দিনে এসে শশুর বাড়ীতে কখনও রাজমিস্ত্রি আবার কখনও মটরসাইকেল ভাড়া চালনার কাজ করতো। সে বিয়ে সময় যে ঠিকানা ব্যবহার করেছে তা সম্পূর্ন রুপে ভুয়া।

খোজ নিয়ে যানা যায়, এধরনের কোন লোকের অস্থিত্য নাই। যে মেয়েকে সে অপহরন করেছে সে মেয়ে তার শালার ভাবী বধু হওয়ার কথা ছিল। অপহরনকারীর শশুর ও অভিযোগকারী দ্বিনইসলাম পাশাপাশি অন্যের জায়গায় ঘর তুলে বসবাস করছে। তাদের এ সরলতার সুযোগ নিয়ে মাঝখানে এলাকার বর্তমান ও সাবেক মেম্বার তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ ব্যপারে অপহরনকারীর সাগরের শশুরকে ঘটনা স্থলে না পেয়ে তার স্ত্রী ও শাশুরীকে ঘটনার সত্যতা জানতে চাইলে তারা অপহরনের স্বীকার সুমির বাবাকে দোষারুপ করে ঘটনা ধামাচাড়া দেওয়ার চেষ্টা করেন।

এব্যাপারে সংশ্লিষ্ট ইউপি বর্তমান মেম্বার মো: ইকবাল তালুকদার ও সাবেক মেম্বার সাহাবুদ্দিনের কাছে জানতে চাইলে, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে। এদিকে অপহরনের স্বীকার সুমির বাবা প্রশাসনের কাছে ঘটনার দ্রুত সমাধান চান, নচেৎ তাদের মেয়ে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্খা করেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:৩৭   ১৬৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


নিখোঁজের ৩ দিনপর পুকুরে মিললো বৃদ্ধের মরদেহ, পরিবারের দাবি হত্যা
কাচিয়া ইউনিয়নের ওয়ার্ড উপনির্বাচনে ১৩ প্রার্থী
ইলিশ মাছ রান্না না করায় বোরহানউদ্দিনে মাকে কুপিয়ে হত্যা করল ছেলে
বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ
বোরহানউদ্দিনে পরিত্যক্ত ৩শত কেজি চাল উদ্ধার
বোরহানউদ্দিনে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ১০ হাজার টাকা জরিমানা
ভোলায় শ্রেষ্ঠ ওসি বোরহানউদ্দিন থানার শাহীন ফকির নির্বাচিত
বোরহানউদ্দিনে চাচার সঙ্গে বিদ্যুৎ সংযোগে মাছ ধরতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
বোরহানউদ্দিনে সিগারেট খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
শান্তি ও উন্নয়ন সমাবেশে মানুষের ঢল বোরহানউদ্দিনে এমপি মুকুলকে সংবর্ধনা

আর্কাইভ