ভোলাবাণী: ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নীতিমালা অনুযায়ী, অনলাইন ও এসএমএসের মাধ্যমে ৯ মে থেকে ভর্তির আবেদন করা যাবে।
চলবে ২৬ মে পর্যন্ত।
যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদেরও এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে।
প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ জুন। পরে আরো দুই দফায় আবেদন গ্রহণ করা হবে। ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে। দেশের সকল সরকারি ও বেসরকারি কলেজে এই নীতিমালা প্রযোজ্য হবে।
বাংলাদেশ সময়: ১৬:২৮:৪২ ২০৫ বার পঠিত |