ভোলায় বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ
রবিবার, ৭ মে ২০১৭



 

---

স্টাফ রিপোর্টার ।। ভোলাবাণী: ভোলায় বিএনপির সাংগঠনিক প্রতিনিধি সভায় শো-ডাউন করতে গিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংর্ঘষ ও হাতাহাতিসহ মটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।

রবিবার দুপুরে ভোলা সদর রোডে ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলম ও বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম নয়নের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৮/১০ আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, বিএনপির পূর্ব নির্ধারিত সাংগঠনিক প্রতিনিধি সভা শুরুর আগ মুহুর্তে নাজিম উদ্দিন আলম চরফ্যাসন থেকে নেতাকর্মী নিয়ে শো- ডাউন করে সদর রোডে ভোলা সদর রোডের হোটেল ক্রিস্টাল ইনে আসে।

এসময় আগে থেকে অবস্থান নেয়া নুরুল ইসলাম নয়নের সমর্থকদের মধ্যে হট্টগোল বাঁধে। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। এসময় একটি গ্রুপ লাঠি সোটা নিয়ে নাজিমউদ্দিন আলমের গ্রুপের উপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে চরফ্যাশন উপজেলা শ্রমিকদল সভাপতি আবুল কালাম আজাদ ও পৌর শ্রমিকদল সভাপতি মো. শাজাহান সহ ১০ জন আহত হয়। তবে বাইরে উত্তেজনা চললেও ৪র্থ তলায় কিষ্টাল ইনের ভিতরে সাংগঠনিক সভার কার্যক্রম চলতে থাকে।

সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সভার মাঝামাঝি সময় সাবেক ফুটবলার ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বক্তব্য শুরু করলে বোরহানউদ্দিন ও  দৌলতখান বিএনপির কর্মীদের মাঝে হৈইচই শুরু হয়।। জেলা নেতৃবৃন্দের তড়িৎ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এসব হামলা সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করে সভায় বক্তব্য রাখেন। তবে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার বিরোধ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এদিকে সংর্ঘষের ব্যাপারে জেলা বিএনপির সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান বলেন,দুই গ্রুপের শো ডাউন নিয়ে হাতাহাতি হয়েছে। তা ছাড়া বড় কোন সমস্যা হয়নি।

জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস আক্তর জাহান শিরিন, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, সাবেক এমপি মো. হাফিজ ইব্রাহিম, বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম নয়ন, হায়দার আলী লেলিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেন, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান,যুগ্ন সম্পাদক হুমায়ুন কবির সোপান ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মোক্তার হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রাসেল প্রমুখ।

ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির জানিয়েছেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আইন শৃঙ্খলারক্ষায় উত্তেজিত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৫৬   ৮১৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


সাফ জয়ী পুরো নারী দলই পাচ্ছে একুশে পদক
ভোলায় পিসিসি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
চরফ্যাশনের ব্যবসায়ী সুজনের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় ডেভিল হান্ট অভিযানে জেলা আওয়ামী লীগের ২ নেতা আটক
দৌলতখানে রাতের আঁধারে রাস্তা ভেঙে জমি দখল চেষ্টার অভিযোগ
দক্ষিণ আইচা সোস্যাল ওয়েলফেয়ার এর পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ
প্রতিদিন কেন ২ কোয়া কাঁচা রসুন খাওয়া উচিত?
ঢালচর সড়কের ইট তুলে নেয়ার ঘটনায় কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন
চর কুকরি মুকরিতে জলবায়ু-স্বাস্থ্য দুর্বলতা নিয়ে স্টেকহোল্ডার পরামর্শ সভা অনুষ্ঠিত
তজুমদ্দিনে গণধোলাইতে দুই গরু চোর নিহত ॥

আর্কাইভ