মোঃ ছালাহউদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি॥
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চরফ্যাশন মনপুরার উন্নয়নের রুপকার ভোলা-৪, আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি চরফ্যাশন ও মনপুরার সর্বশস্তরের জনগনকে ভিডিও বার্তার মাধ্যমে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি ভিডিও বার্তায় বলেন,প্রিয় চরফ্যাশন মনপুরাবাসী,দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমি আমার নির্বাচনী এলাকা চরফ্যাশন মনপুরার সর্বস্তরের মানুষকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।
তিনি ভিডিও বার্তার মাধ্যমে সকলকে শপথ নেওয়ার আহব্বান জানিয়ে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুিজবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কন্যা সফল রাষ্ঠ্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে আমরা একটি ক্ষুদা মুক্ত ,সুখী,সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ গড়ে তুলি। আমরা আজ জাতি,ধর্ম বর্ন নির্বিশেষে একটি ভ্রাতৃত্বপূর্ণ ,সৌহাদ্ধপূর্ণ,এক অম্প্রদায়িক সুখী সুন্দর বাংলাদেশ গড়বোই গড়ব।“ জয় বাংলা ,জয় বঙ্গবন্ধু”।
বাংলাদেশ সময়: ১১:১৫:৫৬ ১৪৪ বার পঠিত | আবদুল্লহ আল ইসলাম জ্যাকবএমপিজাতীয় সংসদ সদস্যভোলা -৪ আসন