ভোলাবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আকতার হোসেন

প্রথম পাতা » এক্সক্লুসিভ » ভোলাবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আকতার হোসেন
বুধবার, ১০ এপ্রিল ২০২৪



খলিল উদ্দিন ফরিদ।।ভোলাবাণী।।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভোলাবাসীসহ সবাইকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা-সেবক লীগ ভোলা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন।

 

স্বেচ্ছা-সেবক লীগ  সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, রাত পোহালেই মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বারতা বয়ে নিয়ে এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর।

তিনি ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন,সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইলো ঈদ-উল-ফিতর হল ভালবাসা, আনন্দ এবং উদযাপনের সুতো থেকে তৈরি একটি দুর্দান্ত ধর্মীয় উৎসব, যা সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ উদযাপন করে। এটি আধ্যাত্মিক চিন্তাভাবনা এবং কৃতজ্ঞতা, প্রিয়জনের সাথে সংযোগ স্থাপন এবং অবশ্যই, ভালবাসা এবং সুখ ছড়িয়ে দেওয়ার একটি সময়। আবেগপূর্ণ ঈদের শুভেচ্ছা, চিন্তাভাবনা এবং উক্তি বিনিময় এই উৎসবের একটি গুরুত্বপূর্ণ উপাদান। স্নেহের এই ছোট কিন্তু গভীর প্রতীকগুলি কেবল আমাদের প্রিয়জনের সাথে আমাদের সম্পর্ককে শক্তিশালী করে না, বরং এই আনন্দদায়ক ঘটনাটিকে উষ্ণতা এবং স্নেহের আভায় পূর্ণ করে। এই নির্দেশিকাটি আপনাকে আপনার অনুভূতিগুলো রমজানের এক মাস সিয়াম সাধনার মাস পর ঈদের উৎসব পবিত্র রমজান মাস শেষ হতেই ঈদের উৎসব শুরু হতে চলেছে। ঈদ-উল-ফিতর একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় বড় উৎসবে দিন।

তিনি বলেন, ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকলকে। এই সময় তিনি সকল শ্রেণী পেশার মানুষদের সহযোগিতা কামনা করেন। সেই সাথে তিনি সমাজের নিম্নবিত্ত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আশার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদ-উল-ফিতরের শিক্ষার প্রতিফলন হোক এই আহ্বান জানান। সকল শ্রেণী পেশার মানুষের সুস্থতা ও কল্যাণ কামনা করে সকলকে ঈদ শুভেচ্ছা জানান মোঃআকতার হোসেন।

বাংলাদেশ সময়: ১০:৩৭:২৮   ১০৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বাংলাদেশের কড়া প্রতিবাদ
ভোলায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাটকা ইলিশ জব্দ
স্বজনদের বাড়িতে আশ্রিত ২০ পরিবারচরফ্যাশনে প্রভাবশালীরা ভেঙ্গে নিচ্ছেন আদর্শ গ্রামের ঘর
চীনের অভিনব গতির প্লেন
ট্যাক্স না দেয়ায় মার্কেটের সামনে ময়লা ফেলল পৌরসভা!
শীতে কোথায় ভ্রমণে যাবেন?
দৌলতখানে আগ্নেয়াস্ত্রসহ পিতা-পুত্র আটক
আজানের সময় কুকুর ঘেউ ঘেউ করে কেন?
ভোলা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
তজুমদ্দিনে নিষেধাজ্ঞায় ইলিশ ধরায় ৪ জেলে আটক

আর্কাইভ