ভোলায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত
সোমবার, ১ জানুয়ারী ২০২৪



স্টাফ রিপোর্টার।। ভোলাবাণী।।

ভোলায় মোটরসাইকেলের নিচে চাপা পড়ে গুরুতর আহত হওয়া রোকেয়া বেগম (৪৭) চিকিৎসাধীন অবস্থায় ভোলা সদর ২৫০ শয্যা হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে রোকেয়া বেগমের লাশ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।

ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১সোমবার (১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পরাণগঞ্জ বাজার সংলগ্নে তিনি মোটরসাইকেলের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

 

ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য আবু মুছা এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত রোকেয়া বেগম সদর উপজেলার ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সী গ্রামের কাঠমিস্ত্রী আব্দুল সাত্তার মিয়ার স্ত্রী ও ৪ সন্তানের জননী।

রোকেয়া বেগমের স্বামী আব্দুল সাত্তার জানান, গতকাল সন্ধ্যা ৬ টার দিকে রোকেয়া বেগম ও তার শাশুড়ী ধারের টাকা আনতে পাশের বাড়িতে যায়। এসময় ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি মোটরসাইকেল রোকেয়া বেগমকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে স্থানীয়রা রোকেয়া বেগমকে উদ্ধার করে ভোলা সদর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের  কোনো অভিযোগ নেই। তারা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করেছেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে রোকেয়ার মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৮:৫৬   ১২৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

আর্কাইভ