শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

ভোলায় সুপারি বাগান থেকে শার্টারগান ও গুলি উদ্ধার

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় সুপারি বাগান থেকে শার্টারগান ও গুলি উদ্ধার
শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩



ইব্রাহিম আকতার আকাশ।।ভোলাবাণী।।ভোলায় সুপারি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের এক এসআই অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পুলিশ হেফাজতে রয়েছে।

 

ভোলায় সুপারি বাগান থেকে শার্টারগান ও গুলি উদ্ধার

শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

ভোলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার দিনগত রাতে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম মাদক উদ্ধার করতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে যায়। এ সময় তারা ইউনিয়নের কন্দকপুর গ্রামে একটি সুপারি বাগানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় সচল শার্টারগান এবং ১ রাউন্ড কার্তুজ পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৮:২৮:৫০   ৯৭ বার পঠিত  |