স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি বলেন, বাংলাদেশের মানুষ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করার অপেক্ষায় আছেন। মানুষ এখন বুঝতে পেরেছে উন্নয়ন ও সমৃদ্ধশালী দেশ বিনির্মানের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার বিকল্প নেই।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।সংসদ সদস্য জ্যাকব বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে। অন্যদিকে, অগ্নিসন্ত্রাসের মতো কাজই করে যাচ্ছে বিএনপি। তারা ক্ষমতায় থেকে লুটপাট করেছে আর এখন মানুষ পুড়িয়ে হত্যা করছে। বিএনপি সৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরে আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিলিটারি প্রমূখ।
বাংলাদেশ সময়: ২০:৩৫:১০ ২১ বার পঠিত | আওয়ামীলীগএমপি জ্যাকবচরফ্যাশন