চরফ্যাসনে প্রতিপক্ষের হামলায় তিন নারীসহ আহত ৬

প্রথম পাতা » দক্ষিণ আইচা » চরফ্যাসনে প্রতিপক্ষের হামলায় তিন নারীসহ আহত ৬
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩



 

---চরফ্যাসন অফিস, ভোলা বাণী ॥

ভোলার চরফ্যাসনে ভোগদখলীয় জমিতে গাছ রোপন করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিন নারীসহ ৬ জন আহত হয়েছেন। স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। মঙ্গলবার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের উত্তর চর  মানিকা গ্রামের ৩ নং  ওয়ার্ডে এঘটনা ঘটে। আহতরাহলেন,মো.জামাল(৪০),আজিজুল(৫৫),মমিনুল ইসলাম(২৫) নুরহাজান(৫০), নাসিমা(৪০), সমমেহের(৩৫)।

এঘটনায় ফিরোজ বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় এজাহার দাখিল করেছেন বলে  আহতদের পরিবার সুত্রে জানাগেছে।

হাসপাতালে চিকিৎসাধীন জামাল অভিযোগ করেন, চর মানিকা ইউনিয়নের তাদের পৈত্রিক  সম্পত্তিতিতে সম্প্রতি বাগানে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। প্রতিবেশী গিয়াস উদ্দিন গংরা তাদের রোপনকৃত গাছ উপড়ে ফেলেন। পরে তিনি এবং তার পরিবারের সদস্যরা তাদের ওয়ারিশি ভোগদখলীয় ওই জমিতে আবার গাছ রোপন করতে গেলে প্রতিপক্ষ গিয়াস উদ্দিনের নেতৃত্বে বাবুল, মো. আলম , আবদুল্লাহ, আলমগীরসহ ১০/১৫ জন দেশীয় অস্ত্রসহ তাদের উপরে অর্তকিত হামলা চালিয়ে মারধর করে গুরুতর আহত করেন। খবর পেয়ে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।

প্রতিপক্ষ গিয়াস উদ্দিনের মোবাইল ফোন বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানাযায়নি। দক্ষিণ আইচা থানার ওসি মো. সাঈদ আহমেদ জানান, এ ঘটনায় উভয় পক্ষই এজাহার   দায়ের করেছেন । তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:০০:০০   ১০৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


দক্ষিণ আইচায় ২৫ বছর করে দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দক্ষিণ আইচায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছ
দক্ষিণ আইচায় প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত
দুই চেয়ারম্যানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন
১২ বছর পালিয়ে থেকে ও শেষ রক্ষা পেলেন না নুর মোহাম্মদ
দক্ষিণ আইচায় নৌকার প্রার্থী এমপি জ্যাকব এর উঠান বৈঠক
দক্ষিণ আইচায় এক স্কুল ছাত্রীকে অপহরণ, মুচলেকায় মুক্তি

আর্কাইভ