ভোলাবাণী ডেক্স।।
পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ’ এ প্রতিপাদ্যকে বিষয়কে সামনে ভোলায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন এর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসন এর মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, কুইন আইল্যান্ড খ্যাত দ্বীপজেলা ভোলা একটি পর্যটন সম্ভাবনাময় অঞ্চল। এই পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে এই এলাকাকে আধুনিক পর্যটন নগরীতে পরিণত করতে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান।
এ সময় বক্তারা বলেন, ভোলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে কুকরি-মুকরি, তারুয়া দ্বীপ, জ্যাকব টাওয়ার, স্বাধীনতা যাদুঘর, ইলিশ বাড়ী, আলাপন, শাহাবাজপুর বিনোদন কেন্দ্রসহ জেলার সব পর্যটন স্থানকে পর্যটনবান্ধব এবং পরিবেশবান্ধব করে গড়ে তুলতে হবে। পর্যটকদের আবাসন, পরিবহন এবং গুণগতমানের খাবার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আলমগীর হুসাইন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তাপশ কুমাড় শীল, জেলা তথ্য অফিসার নুরুল আমিন, সহকারী বন সংরক্ষক মো: মনিরুজ্জামান, সহকারী কমিশনার মো: আরাফাত হোসেন, সহকারী কমিশনার দীপক ত্রিপুরা প্রমুখ।
বাংলাদেশ সময়: ৮:১২:০৫ ২১২ বার পঠিত | বিশ্ব পর্যটন দিবসভোলা