আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ রোনালদোর দুর্দান্ত গোলে সেমিতে আল নাসর

প্রথম পাতা » প্রধান সংবাদ » আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ রোনালদোর দুর্দান্ত গোলে সেমিতে আল নাসর
সোমবার, ৭ আগস্ট ২০২৩



ভোলাবাণী স্পোর্টস ডেক্স।।
আল নাসরের বাঁচা মরার ম্যাচ মানেই যেন ক্রিস্টিয়ানো রোনালদো-গতকাল তা আবারও প্রমাণ হয়েছে। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত গোল করেছেন তিনি। রাজা ক্লাব অ্যাথলেটিককে ৩-১ গোলে হারিয়ে সেমি ফাইনালে ওঠে আল নাসর। দল সেমিতে ওঠায় খুশি রোনালদো।

কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: ফেসবুক

প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে আল নাসরের প্রথম গোলই করেছেন রোনালদো। ১৯ মিনিটে সাদিও মানের দূরপাল্লার শট রিসিভ করেন তালিসকা। এরপর ডি বক্সে তালিসকা পাস দিয়েছেন রোনালদোকে। পর্তুগিজ এই ফরোয়ার্ড ডান পায়ের দুর্দান্ত শটে গোল করেন। ২৯ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোল করেন সুলতান আল ঘান্নাম। আর দলের তৃতীয় গোল ৩৮ মিনিটে করেন সেকো ফোফানা। ৪১ মিনিটে ম্যাচের চতুর্থ গোলও করে আল নাসর। তবে এবার আত্মঘাতী গোল করেছেন আব্দুল্লাহ মাদু। দ্বিতীয়ার্ধে কেউ কোনো গোল করতে পারেনি। ৩-১ গোলের জয় পায় আল নাসর। সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর রোনালদো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘সেমি ফাইনালে উঠে গেছি। গোল করে দলের জয়ে অবদান রাখতে পেরে ভালোই লাগছে।’এর আগে গত বৃহস্পতিবার কিং ফাহাদ স্টেডিয়ামে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সি গ্রুপের ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল আল নাসর ও জামালেক। ১-০ গোলে পিছিয়ে থাকা আল নাসরকে ৮৭ মিনিটে সমতায় ফেরান রোনালদো। ১-১ গোলে ড্র হওয়ায় আল নাসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল। রোনালদোর এই গোলটি ছিল আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে ডান পা ছাড়া ৩০০ তম গোল। সৌদি ক্লাবের হয়ে এখন পর্যন্ত ২৩ ম্যাচ ১৭ গোল করেন ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন।

বাংলাদেশ সময়: ১৩:১৫:৫৪   ২৬২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে জনসচেতনতা সভা
তজুমদ্দিনে মাঠ পর্যায়ে সার্ভে ও ট্রলার রেজিষ্ট্রেশন বিষয়ক ওয়ার্কসপ অনুষ্ঠিত ॥
বিপিএলে সুপারস্টার শাকিব খানের ‘ঢাকা ক্যাপিটালস’
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে ২০০ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ
সাবেক সচিব মেজবাহ উদ্দিন ৩ দিনের রিমান্ডে
ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৬
ভোলায় ২ মন নিষিদ্ধ পলিথিন ও শপিং ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত
চরফ্যাশনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে নেতাকর্মীদের ঢল।।
হামলা চালাতে ইরান ১৮১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেইরান ইসরায়েলে আক্রমণ শেষের ঘোষণা দিলেও বাড়ছে যুদ্ধের শঙ্কা
উপকূলে জুড়ে ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

আর্কাইভ