সেলিম রানা।।ভোলাবাণী।।।।
সদ্য প্রকাশিত এসএসসি-(২০২৩) পরীক্ষার ফলাফলে সময় পূর্বাপার পত্রিকার নির্বাহী সম্পাদক ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি, এবং দক্ষিণ আইচা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইয়াছিন মোহাম্মদের জ্যৈষ্ঠ পুত্র ইমতিয়াজ ইয়ামিন নির্ঝর এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে।

ঢাকা বোর্ডের অধিনে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ বিজ্ঞান বিভাগ থেকে সে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। কাঙ্ক্ষিত ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তার বাবা ইয়াছিন মোহাম্মদ। সেই সাথে বিদ্যালয়ের শ্রেনী শিক্ষকসহ সকল শিক্ষক মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। নির্ঝর পিএসসি এবং জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিলো। ভবিষৎতে উচ্চতর শিক্ষা গ্রহনে আগ্রহী নির্ঝর সকলের দোয়া প্রার্থী।
তার বাবা ইয়াছিন মোহাম্মদ সময় পূর্বাপার পত্রিকাযর নির্বাহী সম্পাদক ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি।
নির্ঝরের পিতা-মাতা বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের ছেলে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এতে আমরা পরিবারের সবাই আনন্দিত। সে নিজের আগ্রহে,শিক্ষকদের দিক নির্দেশনা মেনে পড়ালেখা করে এ ফলাফল অর্জন করেছে।
বাংলাদেশ সময়: ১৮:৩৩:৫৯ ১১০ বার পঠিত | ইমতিয়াজ ইয়ামিন নির্ঝরজিপিএ- ৫সাংবাদিক পুত্র