ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধন

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধন
বুধবার, ২৬ জুলাই ২০২৩



আদিল হোসেন তপু ॥ভোলাবাণী।।

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে।

 

ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধন

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে কার্যক্রমের ভার্চ্যুয়ালী উদ্বোধন করেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। জেলা প্রশাসক আরিফুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেন’র সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক মো: আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, কোষ্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার ল্যাফটেনেন্ট হাসান মেহেদী, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাধারণ সম্পাদক মো: আল মামুন প্রমূখ।

 

ক্রেষ্ট গ্রহন করছেন ভোলা সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সভা শেষে মৎস্য সম্পদ উন্নয়ন ও সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখায় চরফ্যাশনের রেডিও মেঘনা, জেলেদের জীবনমান উন্নয়ন ও মৎস্য সম্পদ সংরক্ষণে অবদানের জন্য সদরের দড়িরাম সংকর আদর্শ মৎস্যজীবী গ্রাম সমিতি এবং মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন, পক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ, রপ্তানি ও মৎস্যজাত পণ্য বহুমুখীকরণে বিশেষ অবদানের জন্য জেলা পর্যায় কাজী ফার্মস লিমিটেডকে পুরস্কার প্রদান করা হয়।

পরে কয়েক’শ মৎস্যজীবী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে মিলিত হয়। এসময় উপজেলা পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ৬:১৬:৪৮   ১০৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ