ভোলাবাণী স্পোর্টস ডেক্স।।নারী ফুটবল বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে ব্রাজিল। অস্ট্রেলিয়ার হিন্দমার্স স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে পানামা নারী ফুটবল দলকে ৪-০ ব্যবধানে হারিয়েছে নারী সেলেসাওরা। দলটির হয়ে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেছেন এরি বরজেস।

ম্যাচের ১৯তম ডেবিনহার দারুণ ক্রসে হেড করে বল জালে জড়ান এরি বোরগেস (১-০)।
৩৯তম মিনিটে আরো একটি গোল করেন বোরগেস। পোস্টের খুব কাছে থেকে ডানপায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিলের মেয়েরা।
বিরতির পরও আধিপত্য ধরে রাখে ব্রাজিল।
৪৮তম মিনিটে ব্যবধান ৩-০ করেন বিয়াতরিজ জানেরাতো। জোড়া গোল করা বোরগেসের বক্স থেকে পাওয়া পাস সহজ শটে জালে পাঠান তিনি। ৭০তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন বোরগেস। বাঁদিক থেকে আসা ক্রস দারুণ এক হেডে জালে পাঠান তিনি।
গ্রুপ ‘এফ’ থেকে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী শনিবার ফ্রান্সের মুখোমুখি হবে সেলেসাও মেয়েরা।
বাংলাদেশ সময়: ২১:৩৩:৩৮ ৭৮ বার পঠিত | উড়ন্ত সূচনানারী ফুটবলবিশ্বকাপব্রাজিল