মধ্যরাতে সাগরে নামবেন ভোলার জেলেরা

প্রথম পাতা » প্রধান সংবাদ » মধ্যরাতে সাগরে নামবেন ভোলার জেলেরা
রবিবার, ২৩ জুলাই ২০২৩



খলিল উদ্দিন ফরিদ।।ভোলাবাণী

দীর্ঘ অপেক্ষার পর মধ্যরাতে সাগরে নামবেন ভোলার জেলেরা । নিষেধাজ্ঞা শেষে ঘাটে ঘাটে চলছে জেলেদের মাছ ধরার প্রস্তুতি।দীর্ঘদিন কর্মহীন অবস্থায় থাকার পর এ নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জেলেপাড়ায় আবারও ফিরেছে প্রাণচাঞ্চল্য।

 

মধ্যরাতে সাগরে নামবেন ভোলার জেলেরা

সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি বছরের গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধারার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার।

টানা ৬৫ দিন পর রোববার (২৩ জুলাই) মধ্য রাতে শেষ হচ্ছে সমুদ্রে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা।

তাই নিষেধাজ্ঞা শেষে মধ্য রাত থেকে বঙ্গোপসাগরে নামবেন জেলেরা। ধরবেন স্বপ্নের ইলিশসহ সব ধরনের মাছ। উপকূলের ঘাটে ঘাটে চলছে জেলেদের শেষ মুহূর্তের প্রস্তুতি।

মৎস্য বিভাগ বলছে, অভিযান সফল হওয়ায় ইলিশের উৎপাদন বাড়বে।

এদিকে, কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ পেলে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী এতদিন বেকার হয়ে বসে থাকা জেলেরাও।

উপকূলের ঘাট ঘুরে দেখা গেছে, জেলেদের কেউ জাল বুনছেন, কেউ বা ফিশিং বোট, ইঞ্জিন মেরামত করছেন। কেউ আবার সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রাতে মাছ ধরতে নেমে পড়বেন -এমন অপেক্ষা ঘাটে ঘাটে।

জেলে নাছিরমাজি ঘাটের আইয়ুব মাঝি বলেন, এতো দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকায় আমরা মাছ ধরতে যাইনি। এখন নিষেধাজ্ঞা শেষ, তাই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছি। কাঙ্ক্ষিত পরিমাণ মাছ পেলে সংকট দূর হবে।

জেলে পল্লী ঘুরে দেখা গেছে, দীর্ঘ ৬৫ দিন পর সাগরে মাছ ধরতে যাবেন তাই অনেকটাই হাসিমুখ জেলেদের। তাই ঘাটে ঘাটে চলছে জেলেদের শেষ মুহূর্তের প্রস্তুতি। নদীতে নেমে পর্যাপ্ত ইলিশ পাবেন বলে জেলেরা আশাবাদী।

এদিকে, মৎস্য আড়তগুলো প্রস্তুত করছেন আড়তদারা, বরফ কলগুলোতেও উৎপাদন শুরু করে দিয়েছে।

এ মৌসুমে ইলিশ সংকট থাকায় জেলেদের দুর্দিন ছিল, স্থানীয় বাজাগুলোতেও চড়া দাম ছিল ইলিশের।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ বলেন, আমাদের অভিযান সফল হওয়ায় সাগরে ইলিশের উৎপাদন বাড়বে বলে মনে করছি। আশাও করছি, জেলেরা পর্যাপ্ত ইলিশ পাবেন। তখন জেলেদের সংকট কেটে যাবে।

মৎস্যজীবীরা জানান, ইলিশ ধরাকে কেন্দ্র করে কেনা-বেচা জমে ওঠার পাশাপাশি সরগরম হয়ে উঠবে মাছের আড়ত।

ইলিশসহ সামুদ্রিক মাছের উৎপাদন বাড়তে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল। যদিও এ সময় নিবন্ধিত ৬৫ হাজার জেলেকে পুনর্বাসনের চাল দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২১:১৬   ১২৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ