বরিশাল বাস টার্মিনাল দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

প্রথম পাতা » বরিশাল » বরিশাল বাস টার্মিনাল দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০
শুক্রবার, ২১ জুলাই ২০২৩



ভোলাবাণী ।।বরিশল ডেক্স।। বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনাল দখলকে কেন্দ্র করে শ্রমিক ইউনিয়নের দুই গ্ৰুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে টার্মিনালের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

বরিশাল বাস টার্মিনাল দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

এর আগে সকাল ১০টার দিকে মহানগর শ্রমিক লীগের কমিটি বাতিলের দাবিতে নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সদ্য সাবেক কমিটির সভাপতি আফতাব হোসেন। পরে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে ১৫ মিনিট পরে সড়ক অবরোধ তুলে নেয় তারা।পরে কামাল হোসেন লিটন মোল্লা মিছিল সহকারে টার্মিনালে প্রবেশ করলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে দুই পক্ষকে সরিয়ে দেয়। পরে তার লোকজন পুনরায় সড়ক অবরোধ করে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে গেলে দুই দিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

মহানগর শ্রমিক লীগের সদ্য সাবেক সভাপতি আফতাব হোসেন বলেন, বরিশাল ছাত্রলীগের বিতর্কিতদের দিয়ে মহানগর শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে। আমরা ওই কমিটির বাতিলের দাবিতে প্রতিবাদ জানালে আমাদের ওপর অতর্কিত হামলা চালায় সাদিক পন্থী লোকজন। এতে আমাদের ১০-১৫ জন লোক আহত হয়েছে।

এদিকে কামাল হোসেন লিটন মোল্লা টার্মিনাল ছেড়ে চলে যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার গ্ৰুপের লোকজন জানান, তারা ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করার জন্য টার্মিনালে গেলে আফতাব হোসেনের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে তাদের ৮-১০ লোক আহত হয়েছে।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) এবিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, টার্মিনালে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, উভয় পক্ষের কেউ যদি অভিযোগ দেয় তাহলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টার্মিনাল এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা রয়েছে।

গত বুধবার ১৮ জুলাই বরিশাল মহানগর শ্রমিক লীগের ২৮ সদস্যর কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় শ্রমিক লীগ। এতে পরিমল চন্দ্র দাসকে সভাপতি ও মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইজ আহম্মেদ মান্নাকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি বাতিল করে যোগ্য ব্যক্তিদের দিয়ে কমিটি গঠনের দাবিতে সকালে নথুল্লাবাদ বাস টার্মিনালে প্রতিবাদ জানানোর সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:২২   ২৩০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বরিশাল’র আরও খবর


ইসকন নিষিদ্ধের দাবিতে লালমোহনে বিক্ষোভ
দৌলতখানে আগ্নেয়াস্ত্রসহ পিতা-পুত্র আটক
যুক্তি-তর্কের অবসানঃ ইলিশের বাড়ি ভোলা !
দেড় ঘণ্টার প্রচেষ্টায় বরিশাল মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে
৫৫ দিন পর ছাত্র আন্দোলনে নিহত ওমর ফারুকরের লাশ উত্তোলন
স্বামীর পর ঘর হারিয়ে নিঃস্ব বিধবা ‘‘রহিমা বেগম’’
ভোলায় পিলখানা হত্যাকান্ডে ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন অনুষ্ঠিত
ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ৪ দফা দাবিতেভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন
নুরাবাদ ইউনিয়ন বিএনপি’র উদ্দ্যোগে শহীদ ছাত্র জনতার জন্য মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত
ভোলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার পর্যবেক্ষণ করেন শিক্ষার্থীরা

আর্কাইভ