ভোলাবাণী।। বরিশাল।।
বরিশালসহ দক্ষিণাঞ্চলকে বঞ্চিত করে ভোলার গ্যাস অন্যত্র সরবরাহ করার চুক্তি বাতিল করে অগ্ৰাধিকার ভিত্তিতে ভোলাসহ দক্ষিণাঞ্চলের কলকারখানা ও আবাসিক খাতে ব্যবহারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে দুদফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলকে বঞ্চিত করে অন্যত্র সরবরাহ করার জন্য ইন্ট্রাকোর সঙ্গে চুক্তি অত্যন্ত অসম ও জনস্বার্থবিরোধী। অবিলম্বে এ বৈষম্যমূলক চুক্তি বাতিল করতে হবে। এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস ভোলাসহ দক্ষিণাঞ্চলের কলকারখানা ও আবাসিক খাতে সংযোগ দেওয়া এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ভোলাসহ দক্ষিণাঞ্চলের কলকারখানা ও আবাসিক খাতে গ্যাস সংযোগ দিতে হবে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন- ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন বরিশাল জেলা শাখার আহবায়ক শাহ আজিজ খোকন, সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্ত্তীসহ একাধিক নেতা।
পরে বিক্ষোভ সমাবেশ শেষে নগরীতে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।
বাংলাদেশ সময়: ৮:৪৪:০৭ ৩৯ বার পঠিত |