জেলা ছাত্রদল অফিসে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছেলের হামলা, ভাংচুর

প্রথম পাতা » ভোলার রাজনীতি » জেলা ছাত্রদল অফিসে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছেলের হামলা, ভাংচুর
শনিবার, ২৯ এপ্রিল ২০১৭



 

---

জেলা প্রতিনিধিঃ  ভোলা জেলা ছাত্রদল অফিসে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছেলে আবির হামলা, ভাংচুর ও নেতাকর্মীদের গালমন্দ করার ঘটনার প্রতিবাদ জানিয়েছে জেলা ছাত্রদল।

মঙ্গলবার জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল-আমিন ও সম্পাদক মিজানুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। অপর দিকে সোমবার রাতের ওই হামলার ঘটনায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন দলীয় নেতাকর্মীরা।

ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যখন আন্দোলন সংগ্রামে ব্যস্ত সেই মুহূর্তে একদল সুযোগ সন্ধানী ও ফায়দা লুণ্ঠনকারী দলকে নষ্ট করছে। তারা দীর্ঘ দিন সংগঠনের সাথে সম্পৃক্ত না থেকে নব নির্বাচিত সাধারণ সম্পাদকের নাম ভাঙিয়ে পদ দখল ও প্রভাব বিস্তারের প্রক্রিয়া শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিএনপির সাধারণ সম্পাদকের ছেলে আবির মধ্যপ অবস্থায় সোমবার সন্ধ্যার পরে জেলা ছাত্রদল কার্যালয়ে গিয়ে ভাংচুর ও নেতাকর্মীদের গালমন্দ শুরু করে। চিৎকার দিয়ে বলে তার বাবা জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

প্রত্যেক সংগঠনকে সে যা বলবে সেটাই আইন। এক পর্যায়ে ছাত্রদল সভাপতিসহ নেতাকর্মীরা তাকে অফিস থেকে বের করে দেয়। বিষয়টি ছাত্রদল সভাপতি আবিরের বাবা বিএনপি সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যানকে জানালে তিনি বিষয়টি আমলে না নিয়ে দেখছি বলে এরিয়ে যান। পরে দলের উর্ধ্বতন নেতৃবৃন্দ তাৎক্ষণিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন। ওই প্রেসবিজ্ঞপ্তিতে এ ধরণের অনাকাঙ্খিত ঘটনার তীব্র প্রতিবাদের পাশাপাশি দলের সকল নেতাকর্মীদেরকে সজাগ থাকার অনুরোধ জানানো হয়। সেই সাথে দলকে নষ্টকারী লোকজনকে চিহ্নিত করে দলকে পরিচ্ছন্ন করার দাবিও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

এ ব্যপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান জানান, দলের মধ্যে এ ধরণের ছোটখাটো ভুল বুঝাবুঝি হয়ে থাকে। এটা বড় কোন বিষয় নয়।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৩২   ১৭২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলার রাজনীতি’র আরও খবর


ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান ভোলাবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মজনু মোল্লা
চরফ্যাশন মনপুরাবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এমপি জ্যাকব ॥
এমপি জ্যাকবের পক্ষে পবিত্র ঈদ উল ফিতরের উপহার মনপুরায় দুঃস্থ মহিলাদের মাঝে শাড়ী বিতরন ॥
ভোলা ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল।
২৬শে মার্চ পালন উপলক্ষে মনপুরায় আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ॥
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ভোটরদের জানান দিলেন দুই চেয়াম্যান প্রার্থী
শিবপুরে উপজেলা পরিষদ নির্বাচনী পথসভায়আমি আপনাদের ভাগ্য উন্নয়নে সবসময় পাশে থাকতে চাই- মোহাম্মদ ইউনুস
প্রতীক দেওয়া, না দেওয়া দলের এখতিয়ার ‘নৌকা ছাড়াই’ স্থানীয় সরকার নির্বাচন,
ভোলার রাজনীতিতে জনপ্রিয় ও সফল ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ