ওয়ানডে বিশ্বকাপের প্রচারনায় বলিউড বাদশাহ

প্রথম পাতা » ক্রিকেট » ওয়ানডে বিশ্বকাপের প্রচারনায় বলিউড বাদশাহ
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩



ভোলাবাণী স্পোর্টস ডেক্স।। ভারতে অক্টোবর মাসে শুরু হবে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। চলতি মাসের প্রথম সপ্তাহে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। এবার বিশ্বকাপের ক্যাম্পেইনিংয়ে প্রমো ভিডিও তৈরি করেছে আইসিসি ও বিসিসিআই। বলিউড বাদশা শাহরুখ খানকে নিয়ে প্রমো ভিডিওটি প্রকাশ করেছে আইসিসি। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যায় কিং খানকে।

ওয়ানডে বিশ্বকাপের প্রচারনায় বলিউড বাদশাহ

বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভিডিওটি প্রকাশ করেছে আইসিসি। ২ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে সাবেক ক্রিকেটারসহ বর্তমান ক্রিকেটারদের। আগের আসরগুলোর বিভিন্ন চিত্রের পাশাপাশি ক্রিকেটের প্রতি দর্শকদের আবেগ ফুটিয়ে তোলা হয়েছে প্রমো ভিডিওটিতে।আইসিসির প্রকাশিত ভিডিওটির নাম দেওয়া হয়েছে ‘ইট টেকস ওয়ানডে’। ক্রিকেট ম্যাচ চলাকালীন দর্শকরা বিভিন্ন ধরনের আবেগ-অনুভূতি প্রকাশ করেন। যা ভিডিওতে ‘নবরস’ প্রতীকের মাধ্যমে তুলে ধরেছে আইসিসি। মূলত ৯ ধরনের আবেগ-অনুভূতির প্রকাশ বোঝানো হয়েছে ‘নবরস’ দ্বারা। যন্ত্রণা, সাহসিকতা, গৌরব, উল্লাস, আবেগ, শক্তি, গর্ব, সম্মান এবং বিস্ময়– এই ৯টি বিষয় তুলে ধরা হয়েছে ভিডিওতে। এই আবেগগুলোয় সবকটিই থাকে দর্শকদের মধ্যে।

ভিডিওতে বলিউড বাদশাহ শাহরুখ খানকে ট্রফির পাশে দাঁড়িয়ে ‘ইট টেকস ওয়ানডে’ বলতে দেখা যায়। ক্রিকেটের প্রতি শাহরুখের আবেগের কথা মাথায় রেখেই তাকে ভিডিওতে বলিউড বাদশাহকে বিবেচনা করা হয়েছে। তিনি ছাড়াও ভিডিওতে জেপি ডুমিনি, দিনেশ কার্তিক, শুভমান গিল, বিশ্বকাপজয়ী অধিনায়ক মর্গান, মুত্তিয়া মুরালিধরন, জন্টি রোডস এবং জেমাইমা রদ্রিগেসরা অংশগ্রহণ করেন।

আইসিসির সিইও জিওফ অ্যালার্ডাইস বলেন, ‘সবার মধ্যে ক্রিকেটের আনন্দ ছড়িয়ে দিতেই আমাদের এ প্রচারণা। খেলোয়াড় বা সমর্থক যেই হোক না কেন প্রত্যেকে ম্যাচের সময় ৯ ধরনের অনুভূতি প্রকাশ করেন। সে জন্য নবরসকে প্রতীক ব্যবহার করেছি। ক্রিকেট এবং সিনেমা ভারতের মানুষের হৃদয়ে গেঁথে আছে। তাই দুটিকে মিলিয়ে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছতে চাই।’

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৩৪   ৮১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজউইলিয়ামসনের সেঞ্চুরির পরও নড়বড়ে নিউজিল্যান্ড
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
কোহলির পর শামির নৈপুণ্যে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত
পাপন-সাকিবের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করল আইসিসি
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি, সেমিতে অস্ট্রেলিয়া
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩শ্রীলঙ্কাকে হারিয়ে সম্ভাবনা টিকে থাকলো বাংলাদেশের
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৪৩ রানের বিশাল জয় ভারতের
ক্রিকেট বিশ্বকাপনিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় দক্ষিণ আফ্রিকার
ক্রিকেট বিশ্বকাপইংল্যান্ডকে হারিয়ে অঘটন আফগানদের

আর্কাইভ