বাংলাদেশের চেয়ে ভারতে বেশি সিনেমা হলে ‘সুড়ঙ্গ’

প্রথম পাতা » টালিউড » বাংলাদেশের চেয়ে ভারতে বেশি সিনেমা হলে ‘সুড়ঙ্গ’
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩



ভোলাবাণী বিনোদন ডেক্স।। এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমা। দেশে মুক্তির সময় থেকেই শোনা যাচ্ছিল ভারতেও মুক্তি পাবে ছবিটি। ভারতীয় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ১৪ জুলাই রাতে তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ২১ জুলাই ভারতের পশ্চিমবঙ্গজুড়ে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’।

 

বাংলাদেশের চেয়ে ভারতে বেশি সিনেমা হলে ‘সুড়ঙ্গ’

বাংলাদেশের ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল সিনেমাটি। অন্যদিকে পশ্চিমবঙ্গের ২৯টি হলে দেখা যাবে ছবিটি।

পশ্চিমবঙ্গের যেসব সিনমো হলে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাবে, সেগুলোর তালিকা নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন নির্মাতা রায়হান রাফী। ইতোমধ্যে কলকাতার বিভিন্ন স্থানে ও দেয়ালে ‘সুড়ঙ্গ’র পোস্টার দেখা যাচ্ছে।

বাংলাদেশে মুক্তির আগে থেকেই সিনেমাটির পোস্টার নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে আসছিল ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এসভিএফ। তখন থেকেই সবাই ধারণা করছিল—ছবিটি মুক্তি পাবে পশ্চিমবঙ্গের হলগুলোতেও।

পশ্চিমবঙ্গে মুক্তি উপলক্ষে সম্প্রতি ‘সুড়ঙ্গ’ সিনেমার ট্রেলার প্রকাশ করেছে এসভিএফ। এর আগে নির্মাতা রাফী তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন, দেশ কাঁপিয়ে এবার কলকাতার দেয়ালে দেয়ালে ‘সুড়ঙ্গ’। তিনি জানিয়েছিলেন, কানাডা, আমেরিকা কিংবা অস্ট্রেলিয়ায় রিলিজের চেয়েও বাংলা ছবি পশ্চিমবঙ্গে মুক্তি দেওয়াটা বেশি আনন্দের। কারণ হিসেবে নির্মাতা বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গের বাজারটা পুরোটাই বাংলার বাজার। সেখানে আমাদের সিনেমার চাহিদা ব্যাপক। দেখা যাক, সেই সুড়ঙ্গে কতজন ধরা দেন।’

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৪৩   ১২৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

টালিউড’র আরও খবর


নতুন প্রেমে জড়িয়েছেন শ্রাবন্তী
বাংলাদেশের চেয়ে ভারতে বেশি সিনেমা হলে ‘সুড়ঙ্গ’

আর্কাইভ