খলিল উদ্দিন ফরিদ।। ভোলাবাণী।।
ভোলায় ৩ দিনের ফটোগ্রাফি কোর্স শুরু হয়েছে।
দি বেস্ট ইনিসিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন (বিবা) এ প্রশিক্ষনের আয়োজন করে।
বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে ৮ টায় ভোলা সদরের ভোকশনাল রোড এলাকায় আয়োজক প্রতিষ্ঠানের কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষনের উদ্ধোধন করেন, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আজকের ভোলা সম্পাদক মু. শওকাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ভোলারবানী সম্পাদক মাকসুদুর রহসান, দৈনিক ভোলা টাইমস সম্পাদক মোঃ আলী জিন্নাহ রাজীব, বাংলানিউজ ও দেশটিভি প্রতিনিধি ছোটন সাহা প্রমুখ।
বিবা’র প্রতিষ্ঠাতা মনিরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিবা সভাপতি মোঃ আজিজুল ইসলাম।
কোর্স পরিচালক করেন, আলিয়ঁস ফ্রোসেস ও ইরান এম্বাসী কালচারাল সেন্টার ঢাকার প্রশিক্ষক মুজিবর রহমান।
জেলা সদরের প্রায় ২০ জন ফটো জার্নালিস্ট ও স্কুল কলেজের শিক্ষার্থী এ প্রশিক্ষনে অংশগ্রহন করেন।
প্রশিক্ষণে ফটোগ্রাফির কলাকৌশল, ছবি তোলার নিয়ম,ব্যাকরন, ইনডোর-আউটডোরে ছবি তোলা, ক্যামেরা ধরার কৌশল ও ছবি তোলার নিয়ম-কলাকৌশলসহ বিভিন্ন দিক নির্দেশনা সম্পর্কে প্রশক্ষণ দেয়া হয়।
বাংলাদেশ সময়: ২২:১০:৫০ ১৬২ বার পঠিত | ফটোগ্রাফী কোর্সভোলায়