আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে ঘরে ঘরে আওয়ামীলীগের দুর্গ গড়ে তুলুন: তোফায়েল আহমেদ

প্রথম পাতা » প্রধান সংবাদ » আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে ঘরে ঘরে আওয়ামীলীগের দুর্গ গড়ে তুলুন: তোফায়েল আহমেদ
বুধবার, ১৯ জুলাই ২০২৩



আদিল হোসেন তপু ॥ভোলাবাণী।।

আর পাঁচ মাস পড়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এর জন্য এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। তাই আগামী নির্বাচনের আগে ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তোলার আহবান জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ এমপি। তিনি মঙ্গলবার (১৮ জুলাই) ভোলায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার সভায় বক্তব্য কালে এ মন্তব্য করেন।

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে ঘরে ঘরে আওয়ামীলীগের দুর্গ গড়ে তুলুন: তোফায়েল আহমেদ

এসময় তিনি আরো বলেন, আগামী নির্বাচনে ভোলার চারটি আসনের আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবেন। দলকে ঐক্যবদ্ধ রাখবেন। তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ মর্যাদাশালী দেশ। এখন আমরা উন্নয়নশীল দেশে রুপান্তরীত হয়েছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।আওয়ামী লীগের প্রবীণ নেতা আরো বলেন, এতো উন্নয়ন ভোলাতে হয়েছে এখন একটা কাজ বাকি আছে সেটা হলো ভোলা-বরিশাল ব্রীজ।আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশআল্লাহ ভোলা-বরিশাল ব্রিজও একদিন দেখতে পাবেন।আজকে পদ্ম ব্রিজ হয়েছে ভোলা-বরিশাল ব্রিজ হলে ঢাকা থেকে ৪/৫ ঘন্টা ভোলায় আসতে পারবো।ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে।আমি ভোলাতে গ্যাস ভিত্তিক ইন্ডাস্টী গড়ে তুলতে চাই। ইতিমধ্যে বিভিন্ন ব্যাবসায়ী শিল্পপতি ভোলাতে জমি কিনতে শুরু করেছে। তাই আগামীর ভোলা হবে শিল্পনগরী।

এসময় তিনি আরো বলেন,ভোলায় গ্যাস রয়েছে সেই গ্যাস যেন বাসা ভাড়াতি পায় সেটির জন্য চেষ্টা করবো বলে জানান।

ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ভোলা পৌর সভার মেয়র মনিরুজ্জামান, ভোলা ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নকীব, মোহাম্মদ ইউনুছ, এনামুল হক আরজু, সালাউদ্দিন লিংকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১:৩৮:৩২   ১০৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ