পিরোজপুরে বিজয়ী ‘প্রার্থীকে ফুলের মালা’, এসআই প্রত্যাহার

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে বিজয়ী ‘প্রার্থীকে ফুলের মালা’, এসআই প্রত্যাহার
বুধবার, ১৯ জুলাই ২০২৩



ভোলাবাণী।। পিরোজপুর।।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিজয়ী প্রার্থীকে ফুলের মালা দেওয়ার অভিযোগে এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে।সোমবার রাতে তাকে পিরোজপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।

পিরোজপুরে বিজয়ী ‘প্রার্থীকে ফুলের মালা’, এসআই প্রত্যাহারপ্রত্যাহার হওয়া এসআই মো. মজিবুল হক নেছারাবাদ থানায় কর্মরত ছিলেন। এ ঘটনায় একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারজানা আক্তারকে হারিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী গাজী মিজানুর রহমান। ফল ঘোষণার পর বিজয় মিছিলে মিজানুরের গলায় ফুলের মালা পরিয়ে দেন এসআই মজিবুল।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে বিষয়টি জেলা পুলিশ সুপারকে জানান ফারজানা আক্তার।

তিনি বলেন, “এসআই মজিবুল স্বতন্ত্র প্রার্থীর কর্মীর মত কাজ করেছেন। ভোটের দিন আমার কর্মীদের ওপর হামলার পরও পুলিশের অসহযোগিতা ছিল।”

নৌকার প্রার্থীর অভিযোগের ভিত্তিতে মুজিবুলকে নেছারাবাদ থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার শফিউর।

বাংলাদেশ সময়: ৯:৪৮:২৮   ৮০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

পিরোজপুর’র আরও খবর


পিরোজপুরে বিজয়ী ‘প্রার্থীকে ফুলের মালা’, এসআই প্রত্যাহার

আর্কাইভ