ইব্রাহিম আকতার আকাশ।।ভোলাবাণী।।ভোলায় ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ স্বামী স্ত্রীকে আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম। বুধবার মধ্যরাতে সদর উপজেলার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে কোষ্টগার্ড দক্ষিণ জোন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলেন- নোয়াখালী জেলার সেনবাগ থানার রাজারামপুর গ্রামের মো. ইউনুস (৪৪) ও তাঁর স্ত্রী আসমা বেগম (৩১)।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোষ্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে ভোলার সদর উপজেলা বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি ইজিবাইক তল্লাশি করে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ স্বামী স্ত্রীকে আটক করে। পরে কোষ্টগার্ড বাদী হয়ে সদর থানায় মাদক আইনে মামলা করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
আটককৃত দু’জন তিনটি হটপটের ভিতরে অভিনব কায়দায় এ মাদক বহন করেছিল। ইয়াবা সেবনের উপকরণ ফয়েল পেপার ও টাকা দিয়ে তৈরিকৃত পাইপও তাদের কাছে পাওয়া গেছে। তারা ভোলার লালমোহন উপজেলার আঞ্জুর হাট এলাকা থেকে এ মাদক নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল।
বাংলাদেশ সময়: ১৪:৪৭:১২ ৩০৩ বার পঠিত | আটকইয়াবাকোষ্টগার্ডভোলাস্বামী স্ত্রী