ভোলাবাণী বিনোদন ডেক্স।। পাঁচ বছর পর ফের সৃজিত মুখার্জির সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান।
সৃজিতের ‘দশম অবতার’ ছবিতে নায়িকা চরিত্রে দেখা দেবেন বাংলাদেশের অভিনেত্রী।
নিউজ১৮ জানিয়েছে, ‘কপ ইউনিভার্স’ এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত এবং জয়া আহসানের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা সেরে ফেলেছেন পরিচালক। এখন শুটিং শুরুর অপেক্ষা।এই ছবিতে প্রথমে শুভশ্রীর সঙ্গে চূড়ান্ত কথা হলেও তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে পিছিয়ে যান সৃজিত। শেষ পর্যন্ত জয়াকেই বেছে নেন তিনি।
এর আগে সৃজিতের ‘রাজকাহিনি’ ও ‘এক যে ছিল রাজা’ সিনেমায় অভিনয় করেছিলেন জয়া।
‘দশম অবতার’ সিনেমায় জয়াকে বেছে নেওয়ার কারণ সম্পর্কে সৃজিত বলেন, “প্রথমত, শুটে সময় দিতে পারছে জয়া। ডেট অ্যাভেইলেবল আছে। দ্বিতীয়ত, অভিনয় দক্ষতা। তৃতীয়ত, শেষ বছরের পারফরমেন্স।
“আমরা যদি ওর কেরিয়ারগ্রাফ দেখি, ‘রবিবার’ হোক বা ‘বিনিসুতোয়’, বা ‘অর্ধাঙ্গিনী’ তার কাজ অসম্ভব প্রশংসিত হয়েছে। চতুর্থত, অতীতে সফল কোল্যাবোরেশনের ইতিহাস আছে। ‘রাজকাহিনি’ হোক এবং ‘এক যে ছিল রাজা’। এসব বিচার করেই জয়াকে বেছে নেওয়া।”তাহলে প্রথমেই কেন জয়াকে নেওয়া হল না, এমন প্রশ্নে সৃজিতবলেন, “শুভশ্রী ছাড়া এই চরিত্রটি আর কেউ করতে পারত না, তা নয়। শুভশ্রীর সঙ্গে এর আগে একবারও কাজ করা হয়নি আমার। ‘পরিণীতা’ বা ‘ইন্দুবালা’ তে অপূর্ব অভিনয় করেছে শুভশ্রী। তাই একসঙ্গে কাজ করতে চেয়েছিলাম।”
জয়া সর্বশেষ অভিনয় করেছেন ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায়। কৌশিক গাঙ্গুলি নির্মিত ছবিটি গত ২ জুন ভারতে মুক্তি পায়।
বাংলাদেশ সময়: ১০:৪৪:৪২ ২৪৯ বার পঠিত | অভিনেত্রীজয়া আহসানদশম অবতারবাংলাদেশেসৃজিত মুখার্জি