সোমবার, ২৬ জুন ২০২৩

ঘরে বসেই সকল সুবিধা পাবেন। সেবা নিতে ভূমি অফিসে আসার প্রয়োজন নেই: ভোলায় ভূমি সচিব

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘরে বসেই সকল সুবিধা পাবেন। সেবা নিতে ভূমি অফিসে আসার প্রয়োজন নেই: ভোলায় ভূমি সচিব
সোমবার, ২৬ জুন ২০২৩



ভোলাবাণী রিপোর্ট ॥

ভূমি সচিব মোঃ খলিলুর রহমান বলেছেন, ভূমির কর পরিশোধ বা নামজারিরমত বিষয়ে কোন মানুষকে আর ভূমি অফিসে আসতে হবে না। ঘরে বসেই সকল সুবিধা পাবেন।

 

 

সেবা নিতে ভূমি অফিসে আসার প্রয়োজন নেই: ভোলায় ভূমি সচিব

রোববার (২৫ জুন) বিকালে ভোলায় ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নে জেলার ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে ভূমি সচিব এ কথা বলেন।এ সময় জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আরো বক্তব্য রাখেন, বিশেষ অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক, ভূমি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ড. মোঃ জাহিদ হোসেন খান পনির, ভূমি মন্ত্রনালয়ের উপ-সচিব সেলিম আহমেদ, ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু।প্রশিক্ষণ কর্মশালায় সকল উপজেলার এসিল্যান্ড, ও ভূমি উপসহকারী কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ৬:২৪:০৯   ১০৬ বার পঠিত  |