ভোলাবাণী স্পোর্টন ডেক্স।। মুশফিকুর রহিমের ঝড়ো সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানেডেতে রানের পাহাড় গড়েছিল বাংলাদেশ। কিন্তু মুশফিক ঝড়ের পরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। এরপর আর খেলা শুরু হয়নি। শেষমেশ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার কাট-অফ টাইম ছিল ৯টা ৩৩ মিনিট। তবে এর ঘণ্টাখানেক আগেও থামেনি বৃষ্টি। পরে রাত ৮-৩২ মিনিটে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে। আগামী ২৩ মার্চ হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।আজ যেন ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের মাইলফলক ছোঁয়ার দিন! আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে সবার আগে মাইলফলকের দেখা পান অধিনায়ক তামিম ইকবাল। জন্মদিনে অনন্য এক কীর্তি গড়েন তিনি। ব্যক্তিগত ১৪ রান করে বাংলাদেশিদের মধ্যে সবার আগে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলকের দেখা পান তামিম।
বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে।
মুশফিকের দখলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড
এরপর ৭০ রানের ইনিংসে ওয়ানডেতে যৌথভাবে বাংলাদেশের হয়ে দ্রুততম ২ হাজার রানের মাইলফলকের দেখা পান লিটন দাস। আর সর্বশেষ মুশফিকুর রহিম। মাত্র ৬০ বলে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। আর দলীয় সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রান করে তামিম ইকবালের দল।
বাংলাদেশ সময়: ২৩:১৭:১৫ ৯৭ বার পঠিত |