শশীভূষণ মাধ্যিমক বিদ্যালয়ের চত্বরে সন্ধ্যা হলেই বসে গাঁজা, মদ ও ইয়াবার আসর

প্রথম পাতা » শশীভূষণ » শশীভূষণ মাধ্যিমক বিদ্যালয়ের চত্বরে সন্ধ্যা হলেই বসে গাঁজা, মদ ও ইয়াবার আসর
রবিবার, ২৩ এপ্রিল ২০১৭



 

---

বিশেষ সংবাদদাতা: সন্ধ্যা হলেই শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে বসে গাঁজা, মদ ও ইয়াবার আসর। চলে গভীর রাত পর্যন্ত।

প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় ও বহিরাগত একদল যুবক ও কিশোর প্রতিদিন সন্ধ্যায় কিছু প্রশাসনের অসাধু সদস্যদের যোগসাজোসে জমজমাট ভাবে চালিয়ে যাচ্ছে এই আসর।

স্থানীয়রা আরো অভিযোগ করেন এসব যুবক ও কিশোররা ৩/৪ ভাগে ভাগ হয়ে কেউ বিদ্যালয়ের চত্বরে বা ছাদে, কেউরা বারান্দায় আবার কেউবা বিদ্যালয়ের সিড়ির নিচে দল বদ্ধ ভাবে বসে সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত গাঁজা সহ বিভিন্ন মাদক সেবন করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু প্রত্যক্ষ দর্শীরা জানায় সন্ধার পর বাসা-বাড়ি যাওয়া যায় না গাজাঁর দুর্গন্ধে।

শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন জানান, প্রতিদিন সন্ধ্যার পর স্থানীয় ও বহিরাগত কিছু যুবক বিদ্যালয়ের মাঠে, ছাদে এবং বারান্দায় বসে দলবদ্ধ হয়ে গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন করে থাকে। এমনকি দিনের বেলা জুয়া খেলে ছদে বসে। নেই প্রশাসনের নজরদারী নেই কোন অভিযান।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার বলেন, গাঁজা, মদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:০২   ৩২৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

শশীভূষণ’র আরও খবর


ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
শশীভূষণে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু
শশীভূষণ বাজারে অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
শশীভূষণ থানা পুলিশের আয়োজনে কমিউনিটি ও বিট পুলিশিং বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শশীভূষণ প্রেস ক্লাব সম্পাদকের পিতার মৃত্যু বিভিন্ন মহলের শোক প্রকাশ।।
ভোলায় সাড়ে ৬ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোষ্টগার্ড
স্কুল শিক্ষককে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আটক
শশীভূষনে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত
সংবিধান অনুযায়ি নির্বাচন হবে এটার বাইরে যাওয়ার সুযোগ নেই — কৃষি মন্ত্রী

আর্কাইভ