ভোলাবাণী।। দৌলতখান প্রতিনিধিঃ
ভোলার দৌলতখানে সড়ক দুর্ঘটনায় ইমাম হোসেন বাহাদুর (৩২) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।
রবিবার (১০ জুলাই) রাত আটটায় দৌলতখান-বাংলাবাজার সড়কের মিয়ারহাট বাজারের পূর্বপাশে পন্ডিত বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমাম হোসেন বাহাদুর উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত মনিরুল ইসলামের ছেলে।
দৌলতখান বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ ফরিদ জানান, ভোলা সদর থেকে ফল বোঝাই করে অটোচালক ইমাম হোসেন বাহাদুর দৌলতখানের উদ্দেশ্যে রওনা হন।
এ সময় উপজেলার মিয়ার হাট বাজারের পশ্চিমপাশে পন্ডিত বাড়ির সামনে পৌঁছালে রাস্তার পাশে থাকা একটি মোটর-সাইকেলকে রক্ষা করতে গিয়ে অটো উল্টে চালক ইমাম হোসেন বাহাদুর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা-ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৫৬:২২ ১০৭ বার পঠিত |