ভোলার প্রগতী প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ এর পক্ষথেকে দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা।

প্রথম পাতা » ভোলা সদর » ভোলার প্রগতী প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ এর পক্ষথেকে দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা।
শুক্রবার, ৮ জুলাই ২০২২



ভোলাবাণী ডেক্স রির্পোটঃ

পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে, ভোলাসহ দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন,ভোলার প্রগতী প্লাস্টিক  ইন্ডাস্ট্রিজ এর সন্মানিত চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ ভোলা জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক এবং ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের জনপ্রিয় ইউপি সফল চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলাম নকিব।


---এছাড়াও পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে, ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান উক্ত কোম্পানির সন্মানিত  ব্যাবস্থপনা পরিচালক জনাব মো.আশিকুর রহমান।


এসময় ভোলাসহ দেশবাসীকে প্রগতী প্লাস্টিক প্রতিষ্ঠানটির সকল কর্মচারী ও কর্মকর্তা সহ প্রতিষ্ঠান পরিবাবারের পক্ষথেকে অগ্রীম ঈদের শুভেচ্ছা ও (মোবারকবাদ) ‘ঈদ মোবারক’ জানান তারা।


চেয়ারম্যান জনাব জহুরুল ইসলাম নকিব তার বার্তায় বলেন- ঈদুল আযাহা আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে আদি পিতা- হযরত ইব্রাহীম (আঃ) তার প্রিয় পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কুরাবানি করার একটি ঐতিহাসিক শিক্ষার মাধ্যমে মহান রাব্বুল আলামিন এর তাৎপর্য  ও গুরত্ব মুসলিম জাতির জন্যে কুরবানির মাধুর্য মাহাত্ম্য বর্ণনা করেন। যাহা ইসলামের ইতিহাসের আত্মত্যাগ ও আল্লাহর প্রতি সন্তুষ্টি এবং উদারতা ভালবাসার এক সাক্ষ্যদান করে।


তিনি আরও বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে,প্রতিটি  গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে সবাই ভাগাভাগি করে নেন।’


জহুরুল ইসলাম নবিব বলেন ‘ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। এবং ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য।’


তিনি আরও বলেন, ‘ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ,পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।’


‘ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুল আযাহায় এ প্রত্যাশা করি।’

বাংলাদেশ সময়: ১৭:০৬:০৫   ১০২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকার জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
৩ মাস ধরে বন্ধ বিদ্যুৎ প্লান্টতীব্র গরম আর বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলাবাসী
উত্তর দিঘলদী ইউনিয়নে জনসভা ও পথসভা করেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ
ভোলায় অসহায় দুস্থ দারিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করেছে কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন
ভোলায় ঈদ উপলক্ষে আকতার হোসেনের ২ হাজার দরিদ্র ও বঞ্চিত মানুষকে সহায়তা প্রদান
ভোলা ব্যাচ ‘৯৩ এর দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত
ভোলায় ৩০ পরিবারকে জেলা প্রশাসনের ঈদ সামগ্রী প্রদান

আর্কাইভ