চরফ্যাসনে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাসনে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর
সোমবার, ৪ জুলাই ২০২২



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। চরফ্যাসন উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুরে বিয়ের আট মাসের মাথায় স্ত্রীর কাছ থেকে ৫০ হাজার টাকা যৌতুক দাবী করেন স্বামী। টাকা দিতে অস্বীকার করায় স্ত্রী তানিয়াকে মারধরের অভিযোগ পাওয়া গেছে স্বামী নুরে আলম, শাশুরী ফিরোজা ও দেবর বাবুলের বিরুদ্ধে। বুধবার (২৯ জুন) আহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে স্বামীর বাড়ীতে এ ঘটনা ঘটে। মারধরের ঘটনায় তিনজনকে আসামী করে তানিয়ার বাবা বাদী হয়ে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ স্বামীর বাড়ী থেকে তানিয়াকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।

নুরে আলম দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাজাহান দেওয়ানের ছেলে। তানিয়া নীলকমল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ আইয়ুব আলীর মেয়ে।

পুলিশ স্বামীর বাড়ী থেকে তানিয়াকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন

সোমবার (৪ জুলাই) চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন তানিয়া জানান, আট মাস পূর্বে তানিয়ার সাথে নুরে আলমের প্রেম প্রণয়নের মধ্যে দিয়ে পারিবারিকভাবে বিয়ে হয়। তানিয়ার বাবা পেশায় একজন জেলে। বিয়ের সময় অনেক কষ্ট করে স্বামী নুরে আলমকে ১লক্ষ ২০ টাকা যৌতুক দেন তানিয়ার বাবা। বিয়ের আটমাসের মাথায় স্বামী নুরে আলম পুনরায় ৫০ হাজার টাকা যৌতুক দাবী করেন স্ত্রী তানিয়ার কাছ থেকে। বুধবার তানিয়ার বাবার বাড়ী থেকে ঈদুল আজহা উপলক্ষে একটি ছাগল নিয়ে আসেন তার বড় বোন ও ভাবি। ৫০ হাজার টাকার পরিবর্তে কেনো ছাগল নিয়ে আসলো এনিয়ে তানিয়ার স্বামী নুরে আলম, শাশুরী ফিরোজা ও দেবর বাবুলসহ প্রথমে তানিয়াকে মারধর করে। এসময় তার বোন ও ভাবি তানিয়াকে মারধরের হাত থেকে রক্ষা করতে আসলে তাদেরকেও মারধর করে স্বামী, দেবর ও শাশুরী। বোন ও ভাবি বাড়ীতে ফিরে আসলে তানিয়ার উপর মাধধরের মাত্রা বেড়ে যায়। এঘটনায় তানিয়ার বাবা বাদী হয়ে ওই দিন দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ স্বামীর বাড়ী থেকে তানিয়াকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।
দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:০৯:২৩   ১০৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে মেঘনা-তেঁতুলিয়ার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান
মসজিদের ছাদ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
চরফ্যাশনে চাঁদা না দেয়ায় গ্রাম পুলিশকে পিটিয়ে আহতের অভিযোগ
চরফ্যাশনে দূর্যোগ পূর্ব প্রস্তুতি মুলক প্রকল্পের অবহিতকরণ সভা
চরফ্যাশনে ৫০ জেলে পেলেন বকনা বাছুর
চরফ্যাশন ও মনপুরার মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে ঘুমাবে - নাজিম উদ্দিন আলম
চরফ্যাশনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার
চরফ্যাশনে যুবদল- শ্রমিক দলের কর্মীদের সংঘর্ষে আহত -২০, অফিস ভাংচুর
ব্যাংক ম্যানেজারের বিদায়ী সংবর্ধনা ও ইফতার মাহফিল
মিলারস ফর নিউট্রিশন লঞ্চ ইভেন্ট চ্যাম্পিয়ন মিলারদের স্বীকৃতি প্রদান

আর্কাইভ