ভোলা বাণী :বোরহানউদ্দিন প্রতিনিধি: বোরহানউদ্দিনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শিক্ষক ইসমাইল হেসেনের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার কাচিয়া ইউনিয়নের রতপুর নিম্মমাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ইসমাইল হেসেনের নেতৃত্বে ইকরাম, ইকবাল,কুলসুম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ছোট ভাই নিজামের স্ত্রীর সাজেদা (২২) কে দা দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে বোরহানউদ্দিন হাসপাতালে এনে ভর্তি করেন। এঘটনায় আহত সাজেদা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন। বোরহানউদ্দিন থানার এস আই ইদ্রিস কুপিয়ে জখম ও অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০:৪০:০৩ ১৩০ বার পঠিত |