চরফ্যাসনে শেখ রাসেল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর ও বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাসনে শেখ রাসেল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর ও বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
শুক্রবার, ২৫ মার্চ ২০২২



---মিজান নয়ন,চরফ্যাসন অফিস ॥
চরফ্যাসনে প্রায় ১৭কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল স্টেডিয়ামের (গ্যালারী,প্যাভিলিয়ন, ফ্লাড লাইট) ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের পর স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। জাতীয় ক্রীড়া পরিষদ বাস্তবায়নাধীন স্টেডিয়ামটির ভিত্তি প্রস্তর উদ্বোধন কালে সংসদ সদস্য মমতাজ বেগম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাহ উদ্দীন প্রধান অতিথির সঙ্গে ছিলেন। পরে মজিব বর্ষ উপলক্ষে শেখ রাসেল স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাহ উদ্দীন । স্থানীয় সংসদ সদস্য আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ১৩ বছরে চরফ্যাসন ও মনপুরায় আমি হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। আজ অতিথিদের নিয়ে ১৭ কোটি টাকা ব্যয়ে আধুনিক মানের স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। চরফ্যাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবদীন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্রসসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক এবং ফুটবল টুনামেন্ট সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
১৬টি ইউনিয়নের ক্রীড়ামোদী খেলোয়াররা খেলায় অংশ নেন বলে আয়োজকদের সুত্রে জানাগেছে। বিকেলে অতিথি বৃন্দ মনপুরায় গণ সংবর্ধনায় যোগদানের উদ্দেশ্যে চরফ্যাশন ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ৮:১১:৫১   ৭১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ