মালাগার মাঠে মেসি-নেইমারদের হার

প্রথম পাতা » খেলাধূলা » মালাগার মাঠে মেসি-নেইমারদের হার
রবিবার, ৯ এপ্রিল ২০১৭



---

ভোলাবাণী: অ্যাথলেটিকোর সঙ্গে ঘরের মাঠে রিয়াল পয়েন্ট হারানোয় শীর্ষে ওঠার সুযোগ ছিল বার্সার। তবে উল্টো মালাগার মাঠ থেকে ২-০ গোলের হারের স্বাদ নিয়ে ফিরেছে মেসি-নেইমারসহ তারকাসমৃদ্ধ দলটি। আর এ নিয়ে শেষ তিন অ্যাওয়ে ম্যাচের দুটিতেই হারের স্বাদ পেল এনরিকের দল।

শীর্ষে ওঠার মিশন নিয়ে প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে বার্সা। ম্যাচের ১৬ মিনিটে গোলের সুযোগও পায় বার্সা। তবে গোলরক্ষকে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন সুয়ারেজ। ম্যাচের ৩০ মিনিটে আবারো গোলের সুযোগ পায় বার্সা। তবে দুইজনকে ফাঁকি দিয়ে মেসির দেওয়া পাস ধরতেই পারেননি গোমেজ।

উল্টো খেলার বিপরীতে এর দুই মিনিট পর লিড নেয় স্বাগতিকরা। হুয়ান কার্লোসের লম্বা করে বাড়ানো বল ধরে নীচু শটে বার্সা গোলরক্ষককে পরাস্ত করেন সান্দ্রো। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে আবার গোল খেতে বসেছিল বার্সা। ম্যাচের ৫৮ মিনিটে সান্দ্রোর বাড়ানো পাস ফাঁকায় পেয়েও গোলরক্ষককে ফাঁকি দিতে ব্যর্থ হন হুয়ানপি। ৭০ মিনিটে লরেন্তেকে ফাউল করে নেইমার লাল কার্ড দেখলে বড় এক ধাক্কা খায় সফরকারী দল। খেলার ৭২ মিনিটে আবারো বল জালে জড়ান মালাগার পেনারান্দা। কিন্তু অফসাইডের জন্য তা বাতিল হয়ে যায়।

ম্যাচ শেষ হওয়ার ১ মিনিট আগে দলকে সমতায় ফেরানোর সুযোগ পায় সুরায়েজ। তবে তার প্রচেষ্টা রুখে দেন মালাগ গোলরক্ষক কামেনি। আর নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে রদ্রিগেজ ব্যবধান দ্বিগুণ করলে হার নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার। এ হারে ৩১ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইলো বার্সা। আর ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো রিয়াল।

বাংলাদেশ সময়: ১১:১২:৩৩   ১৫৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
মেসির সঙ্গে খেলতে চান নেইমার

আর্কাইভ