শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হয় তখন এই দেশে উন্নয়ন হয়- তোফায়েল আহম্মেদ

প্রথম পাতা » প্রধান সংবাদ » শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হয় তখন এই দেশে উন্নয়ন হয়- তোফায়েল আহম্মেদ
রবিবার, ৯ এপ্রিল ২০১৭



 

---

বিশেষ সংবাদদাতা, ভোলাবাণী: বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হয় তখন এই দেশে উন্নয়ন হয়। শেখ হাসিনা আজ সারা বাংলায় উন্নয়নের জোয়াড় সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মেদ।

শনিবার ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা সরকার দেশে অনেক উন্নয়ন করেছে। আওয়ামীলীগ সরকারের একটাই উদ্দেশ্য বাংলাদেশে উন্নয়ন করা, দেশের স্বার্থে জণগনের স্বার্থে উন্নয়ন করা, বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটি সমৃদ্ধশালী আধুনিক দেশে পরিনত করা। সে জন্য আগামি জাতীয় সংসদ নির্বাচনে জণগনের বিপুল ভোটে বিজয় হয়ে আবারো বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় যাবে বলেও তিনি মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, আগামি ২০১৯ সালের জানুয়ারীর প্রথম সপ্তাহের যেকোন দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আশা করি এ নির্বাচনে সকলে অংশ গ্রহণ করবে। ২০১৯ সালের নির্বাচনে আবারো আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসবে এবং দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত থাকবে বলেও তিনি জানান। মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর একটি যুগান্তরের স্থপতি। এ সফরের মধ্যে বাংলাদেশ ভারত একটি গভীর বন্ধুত্ব সৃষ্টি হয়েছে এবং বিরাজমান দূর হয়েছে।

বিএনপি’র উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী বলেন, যারা বিরোধী দল তারা বিরোধীতা করেই গেছে। কুসিক নির্বাচনে তারা সারাদিন বলে গেছে সুষ্ঠ নির্বাচন হচ্ছে না। কিন্তু সুষ্ঠ নির্বাচন না হলে তারা কিভাবে বিজয়ী হয়েছে। ভারতে প্রধানমন্ত্রী’র সফরকেও তারা সমালোচনা করেছে। বিএনপি দলটি মানুষের সমালোচনা ছাড়া কিছুই তারা করে না। যখন তারা ক্ষমতায় ছিলো তখন তারা ভারত প্রীতি এবং খুব সু-সম্পর্ক ছিল। আর এখন তারা ক্ষমতায় নেই ভারত তাদের কাছে ফ্রীতি।

বিএনপি’র মূল উদ্দেশ্য হলো জালাও পোড়াও, মানুষ হত্যা, গুম লুন্ঠনসহ অনৈতিক কার্যকলাপ, মানুষেরর বিরোধীতা করা তাদের পেশা। এই ভোলা জেলায় তৎকালীন বিএনপি’র ক্যাডার বাহিনীরা গরিব অসহায় নারীদেরকে ঘর থেকে বের করে জোড়পূর্বক ধর্ষণ করেছে।

বিএনপি’র ভয়ে দেশের নারীরা পানির ভিতরে একঘন্টা ঝাপ্টি মেরে থাকার পরও তাদের হাত থেকে রক্ষা পায়নি বলেও তিনি মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী।

শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস মাহমুদ, ভোলা জেলা যুবলীগের সভাপতি ও বার বার নির্বাচিত পৌর-মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির, ভোলা জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার দোস মাহমুদ, ভোলা সদর উপজেলা ভাইসন চেয়ারম্যান মোহাম্মাদ ইউনুস, ভোলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, ভোলা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান (আতিক)।

শিবপুর ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিনসহ, জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, কাউন্সিল ও ডেলিগেটবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধীজনবৃন্দ প্রমূখ।

আলোচনা শেষে ১ম কাউন্সিল অধিবেশন শেষে দ্বিতীয় কাউন্সিল অধিবেশন শুরু হয়।

বাংলাদেশ সময়: ১০:৫২:৫২   ১৯২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ