মাদক সেবি ও জুয়ারীদের নিরাপদ স্পট দক্ষিণ আইচার ২০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল

প্রথম পাতা » দক্ষিণ আইচা » মাদক সেবি ও জুয়ারীদের নিরাপদ স্পট দক্ষিণ আইচার ২০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল
শুক্রবার, ২৪ মার্চ ২০১৭



 

---

তুহিন (দক্ষিণ আইচা প্রতিনিধি), ভোলাবানী: ভোলার জেলার বিছিন্ন দু’টি দ্বীপ ইউনিয়ন সহ ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত দক্ষিণ আইচা থানা। ১৯৯৮সালে এই অঞ্চলের প্রায় ২ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার কথা ভেবে প্রতিষ্ঠা করে দক্ষিণ আইচা ২০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল।

প্রথম দিকে হাসপাতালটি সিকিৎসা সেবা ভাল চললেও এখন সেবা দিচ্ছেন মাত্র একজন চিকিৎসক। হাসপাতাল ভবনগুলোতে মাদক সেবন, জুয়ার, নারী নির্যাতনের নিরাপদ স্পট হিসেবে পরিচিতি লাভ করেছে।

স্টাফদের সহযোগীতা নিয়ে মাদক সেবি ও জুয়ারীরা আড্ডায় মেতে উঠেছে।

দক্ষিণ আইচা থানার পুলিশের একটি ভাগ রয়েছে বলে একাধিক সূত্রের অভিযোগ। বরাদ্দ ও উন্নয়ন খাত থেকে মাসিক বেতন বাতাদি নিয়মিত পরিশোধ করা হলেও হাসপাতালটির আধুনিক যন্ত্রপাতি এখন বিনষ্ট হয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসক থেকে শুরু করে আয়া, মালি, নাইট গার্ড পর্যন্ত চাকরির পাশাপাশি বিভিন্ন পেশায় (কর্মে) সাথে জড়িয়ে অতিরিক্ত সুবিধা ভোগ করার অভিযোগ রয়েছে। হাসপাতালে কর্মচারীদের কোন নজরদারী না থাকায় কম্পাউন্ডে ধর্ষণের মত ন্যাক্কর জনক ঘটনায় ৩টি মামলা চলমান রয়েছে।

এছাড়া অভিযোগ রয়েছে যে, কর্মচারীদের আবাসিক কক্ষগুলো রাতের বেলা জুয়ারীদের নিকট প্রতি রাত চুক্তিভিত্তিক ভাড়া দেয়া হয়। অফিস সময়ে মাত্র ১ জন ফার্মাসিস্ট হাবিবকে পাওয়া গেলেও বাকীরা নিজেদের অন্য পেশায় ব্যস্ত থাকেন বলে জানা যায়।

হাসপাতালের সিকিৎসা সেবা কথা না ভেবে এবং চিকিৎসা বঞ্চিত মানুষকে আরো ভোগান্তি করতে ভোলার সাবেক সিভিল সার্জন ডা. ফরিদ আহম্মেদ বরাদ্দকৃত এ্যাম্বুলেন্সটিও ভোলা সদর হাসপাতালে নিয়ে গেছে। অত্র এলাকার মানুষ চিকিৎসা সুবিধা থেকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত রয়েছে।

সাধারণ মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মৃত্যুর পথ যাত্রী হচ্ছে। আর হাসপাতাল ও ইনডোরে থাকা অত্যাধুনিক যন্ত্রপাতি গুলো বিনষ্ট হচ্ছে।

বিছিন্ন দ্বীপ কুকরী-মুকরীর রোগী ইকবাল হোসেন জানান, এক সময় আমরা চিকিৎসা পেতাম এই হাসপাতালে। এখন ডাক্তার না থাকায় চিকিৎসা সেবা নেয়া সম্ভাব হয় না। কুকরী-মুকরীর বিছিন্ন দ্বীপ থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরত্বে চরফ্যাশন সদরে চিকিৎসা নিতে এলে অনেক জরুরী রোগীরা পরকালের যাত্রী হয়ে যায়।

এব্যাপারে মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবিরের সাথে আলাপ করলেও তার কাছ এই বিষয়ে কোন সদউত্তর পাওয়া যায়নি। প্রশ্ন করলেই কথা এড়িয়ে যান এবং ফোন কেটে দেন।

হাসপাতালটি দেখভালের দায়িত্বে নিয়োজিত ভোলার সিভিল সার্জনের সাথে আলাপ করতে চাইলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভাব হয়নি।

মাদক ও জুয়ার আসরের বিষয় কিছু জানেন না বলে জানান দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মো.হানিফ সিকদার। তিনি আরো জানান, কেউ আমাকে অবগত করায়নি। বিষয়টি আমি দেখতেছি।

বাংলাদেশ সময়: ২১:২৩:৫১   ১৮২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
দক্ষিণ আইচায় ২৫ বছর করে দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দক্ষিণ আইচায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছ
দক্ষিণ আইচায় প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত
দুই চেয়ারম্যানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন
১২ বছর পালিয়ে থেকে ও শেষ রক্ষা পেলেন না নুর মোহাম্মদ
দক্ষিণ আইচায় নৌকার প্রার্থী এমপি জ্যাকব এর উঠান বৈঠক

আর্কাইভ