মনপুরার কারাবন্ধি চেয়ারম্যান আলাউদ্দিনকে দেখতে হাজারো মানুষের ভিড়

প্রথম পাতা » মনপুরা » মনপুরার কারাবন্ধি চেয়ারম্যান আলাউদ্দিনকে দেখতে হাজারো মানুষের ভিড়
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭



 

মনপুরার কারাবন্ধি চেয়ারম্যান আলাউদ্দিনকে দেখতে হাজারো মানুষের ভিড়

মো. ছালাহউদ্দিন, মনপুরা প্রতিনিধি: পুলিশ এ্যাসোল্ট ও ডাকাতির মামলায় কারাবন্ধি ইউপি চেয়ারম্যান মো.আলাউদ্দিনকে দেখতে হাজারো নারী-পুরুষের ভিড় করেছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় মনপুরার সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট মো.বদিউল আলম এর আদালতে হাজির করা হয় ১নং মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন হাওলাদারকে।

তাকে মনপুরা থানার পুলিশ আদালতে হাজির করে পুলিশ এ্যাসোল্ট মামলায় ৫দিনের রিমান্ডের আবেদন করে। তবে ঐ মামলাটি ভোলা জেলা ও দায়রা জজ আদালতে মিস কেস করায় বিজ্ঞ আদালত ১৬ মার্চ মনপুরা থেকে মামলার সকল নথিপত্র তলব করায় নিন্ম আদালতে শুনানী হয়নি। এটা উচ্চ-আদালতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এছাড়া একই সময় অপর একটি ডাকাতি মামলার কার্যক্রম শুরু হয়। তবে ঐ মামলায় তদন্তকারী কর্মকর্তা না থাকায় এ মামলাটিরও শুনানী হয়নী। আগামী ৩ এপ্রিল পরবর্তি দিন ধার্য করে বিজ্ঞ আদালত। এসময় কারারুদ্ধ চেয়ারম্যানকে দেখার জন্য হাজারো নারী-পুরুষ আদালত পাড়ায় জমায়েত হয়। অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন তাকে একবার দেখতে পেয়ে।

কোটের আশপাশ এলাকা ও রাস্তার দুপাশে দাড়িয়ে ছাতক পাখির মত তাকিয়ে ছিল তার সমর্থকরা। এলাকার সাধারণ জনগণ ও সমর্থকরা আলাউদ্দিন চেয়ারম্যানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রতাহারের দাবী জানান। সাধারণ জনগণ তাদের চেয়ারম্যানকে খুব ভালোবাসেন।

চেয়ারম্যানের আসার খবর শুনে তাদের সকল কাজকর্ম বন্ধ রেখে প্রিয় নেতাকে দেখার জন্য কলাতলী চর থেকেও নারী পুরুষেরা ট্রলার ভাড়া করে কোটের সামনে আসেন। পরবর্তীতে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আদালত থেকে তাকে পূণরায় ঢাকার লঞ্চ যোগে ভোলা নিয়ে যাওয়া হয়।

এর আগে ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে ভোলার জেল থেকে ঢাকার লঞ্চযোগে মোঃ আলাউদ্দিন চেয়ারম্যানকে মনপুরায় নিয়ে আসে পুলিশ। তাকে দেখার জন্য সকাল থেকেই আদালত পাড়ায় হাজারো নারী-পুরুষ ভীড় করে। এসময় তারা চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান নেতাকর্মী ও সমর্থকরা।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৩৪   ২১২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত ॥
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
মনপুরায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন ॥
মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মনপুরায় সম্বাব্য প্রার্থীদের অনলাইনে নোমিনেশন পেপার সাবমিট বিষয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত ॥
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥

আর্কাইভ