লালমোহনে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে বর্তমান উপজেলা চেয়ারম্যানের মামলা

প্রথম পাতা » এক্সক্লুসিভ » লালমোহনে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে বর্তমান উপজেলা চেয়ারম্যানের মামলা
বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১



---

লালমোহন প্রতিনিধি : লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়ে ক্ষমতার অপব্যবহার, ফাইল আটক রেখে ঠিকাদারদের কাছ থেকে ঘুষ গ্রহণ, ত্রাণ বিতরণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রভাব খাটিয়ে ফাইল আটক রেখে অর্থ আত্মসাতসহ অসংখ্য অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায়  কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে লালমোহন উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ একে এম নজরুল ইসলামসহ ৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ।

গতকাল মঙ্গলবার (৫ জানুয়ারি) জেলা দ্বায়রা জজ আদালত ও স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেন তিনি। পরে মামলাটি তদন্তের জন্য বরিশাল দুর্নীতি দমন অধিদপ্তরের  উপ-পরিচালক বরাবর পাঠায় আদালত।

মামলার বিবরণে বলা হয়,  গত ২০০৯ সালে  লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম। নির্বাচিত হওয়ার পর রেজিস্ট্রি স্কুল উন্নয়ন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ১২টি প্রকল্পের ফাইল আটক রেখে ঠিকাদারদের কাছ থেকে ৬০লক্ষ টাকা ঘুষ  গ্রহণ, ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে ৪০দিনের কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তাদের  কাছ থেকে ফাইল নিজের অধিনে নিয়ে মামলার ভয় দেখিয়ে ৪০ লক্ষ টাকা টাকা ঘুষ নেন অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম।

চেয়ারম্যান থাকাকালীন প্রভাব খাটিয়ে আশ্রয়ণ  প্রকল্পের মাটি ভরাট কাজের ফাইল আটকে ৪২লক্ষ টাকা, ৩টি ইউনিয়ন পরিষদ ভবণ নির্মাণ কাজের ফাইল আটকে ৬লক্ষ টাকা, উপজেলা পরিষদ ভবণ নির্মার্ণেঅনিয়ম করে ১০লক্ষ টাকা, কাবিখা প্রকল্পে ২০ লক্ষ টাকা, আসবাবপত্র ক্রয়ে অনিয়মের মাধ্যমে ২০লক্ষ টাকা, ৩৬টি রুম বিক্রি করে টাকা আত্মসাত ও ২০১১ সালে ভোলা চরফ্যাশ মহাসড়কের রাস্তা পুননির্মাণ ঠিকাদারদের কাছ থেকে ৫০লক্ষ টাকা, লাঙ্গলখালী ব্রিজ নির্মাণে ৫লক্ষ টাকা ঘুষ গ্রহণ এবং যেসব ফাইলে নিজের স্বাক্ষর করার বিধান নেই সেগুলোকে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে ক্ষমতা দেখিয়ে স্বাক্ষর নিয়ে ঠিকাদারদের কাছ থেকে ৫%/৭% করে ঘুষ গ্রহণের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে ধরা হয়।

এছাড়াও নিজের সন্তান ও স্ত্রীসহ নামে বেনামে বিভিন্ন ব্যাংকে টাকা রাখারও অভিযোগ তুলে ধরা হয়।

মামলার অন্যান্য আসামীরা হলেন, অধ্যক্ষ একেএম নজরুল ইসলামের দুই ছেলে নুরুল ইসলাম প্রিন্স, হেদায়েত ইসলাম ও তার স্ত্রী আফিয়া বেগম।

মামলায় জেলা পরিষদ সদস্য, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউপি সদস্য ও ঠিকাদারসহ মোট ১৭জনকে  স্বাক্ষী করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:৫৮:১০   ৬৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলাবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আকতার হোসেন
ভোলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর
ভোলাবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান শাহিন
অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান ভোলাবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মজনু মোল্লা
চরফ্যাশন মনপুরাবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এমপি জ্যাকব ॥
ভোলায় ৩ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মুখে হাসি ফুটালো বিবা’র মানবতার দেয়াল
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
ভোলার বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না বেশীরভাগ পন্য
বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ

আর্কাইভ