ভোলায় মেঘনার গর্ভে হেলে পড়া ৩ কোটি টাকার ভবন দেড় লাখ টাকায় বিক্রি ।

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় মেঘনার গর্ভে হেলে পড়া ৩ কোটি টাকার ভবন দেড় লাখ টাকায় বিক্রি ।
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০



গাজী মো.তাহেরুল আলম।।ভোলা বাণী।।নদীভাঙনের উত্তাল থাঁবায় অবশেষে ভোলার তজুমদ্দিন উপজেলার মলংচড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় চরবাসীর জন্য শিক্ষার আলো ছড়ানোর একমাত্র ‘নিশ্চিতন্তপুর সিকদার বাজার এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়’টি মেঘনার গর্ভে হেলে পড়লো ২১সেপ্টেম্বর।পরে ভবনটি ১২ লাখ টাকা নিলাম মূল্য ধরে ওপেন নিলাম ঘোষণা করলেও পাওয়া যায় মাত্র ১ লাখ ৫০ হাজার টাকা।

---

জানাযায়, ভোলা জেলার দুর্গম ও বিচ্ছিন্ন চরাঞ্চল, চর জহির উদ্দিনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্ট (SESDP) এর অর্থায়নে ২০১১ সালে ২ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৯২ ফুট দৈর্ঘ্যের চারতলা ভবন এ ভবনটি নির্মিত হয়।পরে ভবনটিতে আরো ৫৬ লাখ টাকায় সম্প্রসারিত ভবন হয়।তবে বিদ্যালয়টি সর্বপ্ৰথম স্থানীয়ভাবে নির্মিত হয় ২০০৮ সালে।সুত্র জানায়, সরকার সারাদেশের চর, হাওর উপকুলীয় এলাকায় ২৪ টি চারতলা বিশিষ্ট মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন।বিশেষ বিবেচনায় প্রতিষ্ঠানগুলে এমপিওভুক্তও করা হয়। ফলে শিক্ষা বঞ্ছিত শিশুরা শিক্ষার সুযোগ পায়। এ প্রতিষ্ঠানটি নদীগর্ভে তলিয়ে যাওয়ার পূর্বেই বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান নাজিমউদ্দিন বাবুল এ প্রতিবেদককে জানান,”মেঘনার আগ্রাসী ভাংগনে হতে বিদ্যালয়টি রক্ষা করা যাবে না ভেবে প্রায় দেড় মাস আগেই আমরা জেলা প্রশাসন,সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং শিক্ষা মন্ত্রণালয়ে লিখিতভাবে যোগাযোগ করি, এবং এটি নিলাম দেয়ার জন্য বলি।তিনি বলেন, নদী এতো দ্রুত ভেঙ্গে আসে যে সম্প্রতি চারতলা বিদ্যালয় ভবনটি মেঘনার গর্ভে হেলে পড়ে।”এদিকে গত সপ্তাহে ভোলা জেলা প্রশাসক তজুমদ্দিন ইউএনও বরাবরে এক চিঠিতে ভবনটি নিলামে দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। জানাগেছে,হেলে যাওয়া ভবনটি ২৫ সেপ্টেম্বর সরেজমিনে নিলামে সরকারিভাবে ভবনটির মূল্য ধরা হয়, ১২ লাখ টাকা।কিন্তু, নিলামের দিন ভবনটির দুইতৃতীয়াংশ ডুবে যাওয়া মাত্র ১লাখ ৫০ হাজার টাকা দর ওঠে। শেষপর্যন্ত দেড় লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয় বলে বিদ্যালয়ের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান নাজিমউদ্দিন আলম এ প্রতিবেদককে জানান।সুত্র আরো জানায়, ওই এলাকার মলংচড়া ইউপি চেয়ারম্যান শিক্ষানুরাগী অধ্যাপক নুরনবী সিকদার, সাবেক চেয়ারম্যান নাজিমউদ্দিন বাবুলসহ এলাকার শিক্ষাণুরাগী ব্যক্তিগণের প্রচেস্টায় ২০০৮ সনে সরকারি অর্থায়নে এ বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হয়।এ প্রসংগে বলেন,ভবনটি রক্ষায় কোন প্রচেষ্টা কাজে আসেনি। এ বছরের অতি বর্ষণ, জোয়ার ও নদীভাঙনের ফলেই শেষপর্যন্ত বিদ্যালয়টি নদীগর্ভে চলে গেল।

এ বিদ্যালয়টি হতে মাধ্যমিক শিক্ষার গন্ডি পেরিয়ে বহু শিক্ষার্থী উচ্চতর ডিগ্রী অর্জন সহ সরকারি, বে- সরকারি চাকুরী করছে।গুণি ব্যক্তিত্ব মো. হানিফ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।তিনি অসুস্থ থাকায় তাঁর বক্তব্য নেয়া যায়নি।

বর্তমানে বিদ্যালয়টিতে ২২০ জন শিক্ষার্থী রয়েছে। এরমধ্যে এসএসসির পরীক্ষার্থীও রয়েছে।অস্থায়ীভাবে স্থানীয় সেলিম বাজারে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলবে বলে জানান, কমিটির সভাপতি।
মলংচড়া চর এলাকার মানুষ প্রিয় বিদ্যালয়ের নদীগর্ভে বিলীন হওয়ার দৃশ্যে সন্তানদের ভবিষ্যত শিক্ষাজীবন নিয়ে উদ্বিগ্ন।তাঁরা নতুন ভবন নির্মাণের জন্য সরকারের বরাবরে দাবি তুলেছেন।

সুত্র জানায়, নদীভাঙনের দিক বিবেচনায় ভবিষ্যতে উপকুলীয় চর এলাকায় টিনশেড বিদ্যালয় নির্মাণের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেই লক্ষ্যে দেশের উপকুলীয় ও ভুমিকম্পন এলাকায় টিনশেড বিদ্যালয় স্থাপনের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৪:৫২   ১৫৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বাংলার প্রথম ‘ম্যাট্রিক পাস’ কারা ছিলেন?
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
মনপুরায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন ॥
মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল
দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক

আর্কাইভ