নিজস্ব প্রতিবেদক, ভোলাবাণী : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দুই বছরের ওয়রেন্টভুক্ত পলাতক আসামী তারাপ্রষণ বৈদ্য ও তার ছেলে আশিষ বৈদ্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টার সময় উপজেলার কুঞ্জেরহাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এদের বাড়ী উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোস গ্রামে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিম কুমার সিকদার ভোলাবানীকে বলেন, তারাপ্রষণ বৈদ্য ও তার ছেলে আশিষ বৈদ্যের বিরুদ্ধে ২০১৫ সনে পুকুরের মাছ লুট করার অপরাধে মামলা করেন একই এলাকার রমেন্দ্র নারায়ন দে’র ছেলে চিন্ময় দে। পরে আদালত এদের বিরুদ্ধে ওয়ারেন্ট জাড়ি করেন।
এর পর থেকে এরা পলাতক ছিলো। পরে সর্বশেষ আদালত গত ৬ মার্চ পুনরায় ওয়ারেন্ট জাড়ি করেন। পরে বোরহানউদ্দিন থানা পুলিশ এদেরকে গ্রেফতার করে রবিবার দুুপুরে আদালতে প্রেরণ করে। আদালত আশিষ বৈদ্যের পাসপের্ট জব্দ করে জেল হাজতে প্রেরণ করেন।
বাংলাদেশ সময়: ২০:৩০:১৯ ১৫০ বার পঠিত |