চরফ্যাশনে ফসলের ক্ষেতে জ্ঞান হারিয়ে এক কৃষকের মৃত্যু: বর্ষায় পানি জমে চোখের সামনে পচে যাচ্ছে ফসল, হতাশ কৃষক

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে ফসলের ক্ষেতে জ্ঞান হারিয়ে এক কৃষকের মৃত্যু: বর্ষায় পানি জমে চোখের সামনে পচে যাচ্ছে ফসল, হতাশ কৃষক
রবিবার, ১২ মার্চ ২০১৭



টানা বর্ষনেএভাবেই তলিয়ে আছে চিনা বাদাম ক্ষেত । ছবিটি জিন্নাগড় ইউনিয়নের উত্তর মাদ্রাজ এলাকা থেকে তোলামিজানুর রহমান নয়ন, চরফ্যাশন প্রতিনিধি, ভোলাবাণী : চরফ্যাশনের নীলকমল ইউনিয়নে জহর লাল বেপারী (৫০) নামের এক আলু চাষীর করুন মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে ক্ষেতে আলু তুলতে গিয়ে আকষ্মিক ভাবে তিনি নিহত হয়েছেন। নিহত জহর লাল ঐ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত নবকুমার ব্যাপারীর ছেলে । সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন আজ রবিবার এ প্রতিনিধিকে জানান, ৭নং ওয়ার্ডের কৃষক জহর লাল ব্যাপারী এবছর ৩একর জমিতে আলু চাষ করেছেন। বিকেলের দিকে জমিতে আলু তুলতে গিয়ে দেখেন সকল আলু পানিতে পঁচে গেছে। এতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে ৫দিনের বর্ষায় চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফসলী জমিতে পানি জমে গেছে। অনেক কৃষক ক্ষেতে সেচ পাম্প বসিয়ে পানি অপসারণের চেষ্ট চালালেও কিছুক্ষণ পর পর থেমে থেমে বৃষ্টির কারণে কৃষকের সে চেষ্টা বিফলে গেছে। এপরিস্থিতিতে কৃষকরা তাদের সৃজিত রবিশষ্য এবং মৌসুমী ফল তরমুজের ভবিষ্যত নিয়ে উদ্ধিগ্ন হয়ে পড়েছেন। উপজেলার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখাগেছে, মুগ, বাদাম, মরিচ, তরমুজ, গোল আলু, মিষ্টি আলূ, রসুন, পিয়াজসহ বিভিন্ন প্রকার শষ্য ক্ষেত পানির নিচে তলিয়ে আছে।

 

টানা বর্ষনে এভাবেই তলিয়ে আছে মরিচ ক্ষেত। ছবিটি জিন্নাগড় ইউনিয়নের উত্তর মাদ্রাজ এলাকা থেকে তোলা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনোয়ার হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা ক্ষতিগ্রস্থ ফসলের ক্ষেত পরিদর্শন করে ধৈয্যের সাথে দূর্যোগ মোকাবেলার জন্য কৃষকদের পরামর্শ দিয়েছেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা ঠাকুর কৃষ্ণ দাস জানান, এছর চরফ্যাশন উপজেলার মোট ৬০ হাজার ৮৮০ হেক্টর জমিতে রবি শস্য চাষ হয়েছে। এর মধ্যে মুগ-১২ হাজার৭৯০, মরিচ ১৪হাজার ২৫০, ফেলান ৭ হাজার ৪৫০, বাদাম ১৩ হাজার ৫৪০,আলু ৩ হাজার ৮২৫, মিষ্টি আলু ৬শ’৮০, তরমুজ ৮হাজার ৫৪৫ হেক্টর।

উপজেলা কৃষি কর্মকর্তা মনোতোষ সিকদার জানান, এবছর ৩ হাজার ৮২৫ হেক্টরের জমিতে আলু চাষ হলেও টানা বর্ষণের মধ্যে কৃষকরা এক হাজার হেক্টর জমির আলূ তুলতে সক্ষম হয়েছে। বাকী জমির আলু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে কি পরিমান ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে তা আরো ২/১দিন পর ছাড়া বলা যাবেনা বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮:১৪:১৯   ২৯৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

আর্কাইভ