চরফ্যাশনে আইনজীবীর উপর হামলা

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে আইনজীবীর উপর হামলা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০



ষ্টাপ রিপোটার, ভোলা বানী ॥
---চরফ্যাশনে আদালতের পেশকারকে দাবীকৃত ঘুষ দিতে অস্বীকার করায় হারুন অর রশিদ ফরাজী নামের এক আইনজীবিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।  বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার দুপুর আড়াইটায়  চরফ্যাশন আদালতে মারধরের এই ঘটনা ঘটে। আইনজীবী সহকারীরা আহত হারুন অর রশিদ ফরাজীকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আইনজীবীদের সুত্রে জানাগেছে। চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আইনজীবি হারুন অর রশিদ ফরাজী অভিযোগ করেন, জিআর ১০৯ মামলার জামিন আবেদনের জন্য মামলার ফটো কপি নিতে তিনি তার সহকারী ইউসুফকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার কমল দে এর কাছে ২শ টাকাসহ  পাঠান। ওই সময় পেশকার কমল দে আরোও অতিরিক্ত তিন’শ টাকা দাবী করে মামলার নথির ফটোকপি দিতে অস্বীকৃতি জানান। তার ওই সহকারী ফিরে এলে তিনি নিজে গিয়ে পেশকার কমল দের কাছে বিষয়টি জানতে চান। এসময়ে সেরেস্তাদার আবুল কালাম আজাদের নেতৃত্বে ১০/১২ জন সংঘবদ্ধ হয়ে সেরেস্তাদার আবুল কালাম আজাদের রুমে তাকে আটকে এলোপাথারী মারধর করে গুরুতর আহত করেন। তার চিৎকারে আইনজীবী সহকারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আইনজীবি সহকারী জানান, আদালতের কর্মচারীরা সিন্ডিকেটের মাধ্যমে মামলার বাদী বিবাদী পক্ষের নিকট থেকে নানান অযুহাতে টাকা হাতিয়ে নেয়। তাদের দাবীকৃত টাকা দিতে অস্বিকার করলে মামলার পক্ষদ্বয়কে হয়রানী করা হয়। পেশকার কমল দে জানান, ঘুষ চাওয়ার কোন ঘটনা ঘটেনি। আইনজীবী হারুন অর রশিদের সহকারী এসে মামলার মুল নথি চাইলে আমি তা দেইনি। কিছুকক্ষন পরে ওই আইনজীবী এসে আমার সাথে নথি না দেয়ার জন্য তর্কে জড়ান এবং আমাদের উপর হামলা করেন।
সেরেস্তাদার আবুল কালাম আজাদ জানান, আমার রুমেই পেশকার কমল দে’র সাথে মামলার নথি দেয়া নিয়ে তর্ক বিতর্ক হয়েছে, আমি আমার চেয়ারে বসা ছিলাম। এর বেশি আমার আর জানা নাই।
চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সালেহ উদ্দিন জানান, আইনজীবীর ওপর আদালতের স্টাফদের হামলার ঘটনায় আইনজীবী সমিতির সিদ্ধান্তে হামলাকারীদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে।
চরফ্যাশন থানার ওসি সামসুল আরেফিন জানান, এঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি । অভিযোগ পেলে আইনি ব্যব¯’া নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:১৯:২৩   ১৯১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি

আর্কাইভ