নিজের কোন কথাগুলো রাখতে হবে গোপন

প্রথম পাতা » ফটোগ্যালারী » নিজের কোন কথাগুলো রাখতে হবে গোপন
সোমবার, ৮ জুলাই ২০১৯



---ভোলাবাণী লাইফ স্টাইলঃ

নিজের সব কথা কি সবাইকে বলা যায়? না, যায় না। কিছু কথা থাকা প্রয়োজন শুধু নিজের মধ্যে। আপনার আশেপাশে সবাই আপনার বন্ধু নয়। বন্ধু-শ্ত্রু, কাছের-দূরের সবাই আমরা মানুষকে সবসময় বিচার করি।

সব কিছুকে ইতিবাচকভাবে গ্রহণ করি না। তাই নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে অবশ্যই নিজের ব্যক্তিত্বে নেতিবাচক প্রভাব ফেলে বা লক্ষ্য অর্জনে বাঁধা হতে পারে এমন বিষয় শেয়ার করা উচিৎ নয়। আসুন জেনে নিই, নিজের কোন কথাগুলো রাখতে হবে গোপন, সবসময়।

বেডরুমের কথাঃ

আপনার বেডরুমের কথা আপনার একান্ত ব্যাক্তিগত বিষয়। সেটা কখনোই অন্যদের সামনে খুলে বলবেন না। আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক কেমন, সেক্সলাইফে আপনি সন্তুষ্ট কিনা এগুলো আপনার এবং আপনার সঙ্গীর নিজস্ব ব্যাপার। অন্যদের সাথে শেয়ার করে আপনি আপনার সঙ্গীর গোপনীয়তা ভংগ করছেন।

নিজের লক্ষ্যের কথাঃ

আপনার জীবনের লক্ষ্য কি তা নিয়ে হয়ত প্রায়ই বন্ধুদের সাথে গল্প হয়। কিন্তু খেয়াল করুন, সবার কি এই বিষয়গুলো জানার প্রয়োজন আছে? আপনার লক্ষ্য, আপনার সফলতা, ব্যার্থতা দিয়ে কেউ যেন আপনাকে বিচার করতে না পারে সেইদিকে আপনাকেই খেয়াল রাখতে হবে। কখনো কখনো এটি মারাত্মক ক্ষতিকারক হতে পারে। আপনার প্রতিযোগীরা আপনার বিপক্ষে লড়বার অস্ত্র পেয়ে যেতে পারে এভাবেই।

শারীরিক দূর্বলতার কথাঃ

আপনার কোন শারীরিক দূর্বলতা, কোন অপারেশন হয়ে থাকলে বা কোন দূর্ঘটনায় কোন ক্ষতি হয়ে থাকলে সেটা সবাইকে জানাবেন না। মানুষ আপনার অক্ষমতা হিসেবে সেটাকে ব্যবহার করতে পারে। নিজের সুরক্ষার জন্যই এসব বিষয় গোপন রাখুন।

নিজের সম্পর্কে নেতিবাচক কথাঃ

আপনি হয়ত আপনার অনেক খারাপ দিক খুঁজে পান। আপনি জানেন, আপনার মনোযোগের অভাব আছে। অথবা আপনি অনেক সহজে মানুষকে বিশ্বাস করেন আর বিশ্বাস করে প্রায়ই ঠকেন। এসব কথা, ঘটনা কখনো অন্যের সাথে শেয়ার করবেন না। আপনি যখন নিজের দূর্বলতাগুলো জানেন তখন তার প্রতিকারও আপনি নিজেই বের করতে পারবেন। একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলুন এবং অন্যদের কাছ থেকে নিন নিজের চমৎকার গুণের স্বীকৃতি। কেউ যেহেতু আপনাকে বদলে দিতে পারবে না, তাহলে কেন তাকে সুযোগ দেবেন আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করার?

পরিবারের কথাঃ

আপনার পরিবারে কী ভাল আর কী মন্দ, সবার সাথে আপনার সম্পর্ক কেমন তা ভুলেও বাইরের মানুষের সাথে বলতে যাবেন না। এতে আপনার ভাবমূর্তি তো নষ্ট হবেই, আপনার পরিবারের ভাবমূর্তিও ক্ষুন্ন হবে। এমনকি ভাল কথা, যেমন ‘আমার বাবা আমাকে অনেক ভালবাসেন’ এই তথ্যও দুষ্কৃতিকারীদের কাছে খুব কাজের হতে পারে। নিজের গন্ডি বুঝুন, কিছু কথা গন্ডির মাঝেই রাখুন।

কত আয় করেনঃ

আপনি কত আয় করেন সেটা কখনো অন্যদের জানাবেন না। নিজের আর্থিক সংকট তুলে ধরা আপনাকে অন্যের কাছে ছোট করে দেবে। আবার অর্থের প্রাচুর্য্য প্রকাশ কিছু সুবিধাবাদি মানুষকে আপনার বন্ধু করবে। শুধু নিজের নয়, পরিবারের আয় আর্থিক অবস্থা কখনোই বাইরে বলবেন না।

তথ্যসুত্র: কর্মজীবন ডটকম।

বাংলাদেশ সময়: ২০:০৯:০৯   ১৮২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফটোগ্যালারী’র আরও খবর


ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনা শেষ ভোলায় আগামিকাল ভোটের মাঠে লড়াই হবে হাড্ডাহাড্ডি
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥

আর্কাইভ