চরফ্যাশনে ঝড়ের কবলে পড়ে ৩ ট্রলার ডুবি, নিখোঁজ ২৯

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে ঝড়ের কবলে পড়ে ৩ ট্রলার ডুবি, নিখোঁজ ২৯
সোমবার, ৮ জুলাই ২০১৯



মিজান নয়ন,চরফ্যাশন অফিস,ভোলা বানী॥
ভোলার চরফ্যাশনে ৩টি ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। এতে একটি ট্রলারের মাঝি মামুনসহ ১৪ জেলেকে অপর একটি ট্রলারের সহায়তায় উদ্ধার করা গেলেও ২টি ট্রলারের মাঝি মাল্লাসহ ২৯ জন জেলে নিখোঁজ রয়েছে বলে জানাগেছে।
খোজ নিয়ে জানা গেছে, মাদ্রাজ ইউনিয়নের সামরাজ মৎসঘাটের মনির মাঝি ও নুরাবাদ ইউনিয়নের সাজাহান মাঝির ট্রলার দুটি গভীর সমুদ্রে মাছ শিকারে গেলে শনিবার বিকেলে ও সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে গভীর সমুদ্রে ডুবে যায়।
সামরাজ মাছ ঘাটের সাদ্দাম মৎসআড়তের কেরানী আ.মন্নান ঝড়ের কবল থেকে ফিরে আসা প্রত্যক্ষদর্শী আবুল কালাম মাঝির বরাত দিয়ে জানান, তারা মনির মাঝির ট্রলারটি ঝড়ের কবলে পড়ে গভীর সমুদ্রে ডুবে যেতে দেখেছেন। এসময় তারা উদ্ধার চেষ্টা করেও নিজেদের জীবন ঝুঁকিপুর্ন হয়ে পড়ায় শেষে ফিরে এসেছেন। ওই সময় ট্রলারটিতে মাঝিসহ ১৪-১৫জন জেলে ছিলো। মাদ্রাজের ওয়াজেদ আলী বলেন, ওই ট্রলারে তার ছেলেও রয়েছে এ বিষয়ে আইনি সহায়তা পেতে তিনি চরফ্যাশন থানায় লিখিতভাবে জানিয়েছেন।
চরমাদ্রাজ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক জমাদার জানান, গভীর সমুদ্রে ২টি ট্রলার ডুবির খবর পেয়েছি। একটির মাঝি মাল্লা উদ্ধার হলেও অপর ট্রলারটি এবং মাঝি মাল্লাদের উদ্ধারে অন্য একটি ট্রলার চেষ্টা করেও প্রবল ঝড়ের কারণে ব্যর্থ হয়ে ফিরে  এসেছে।
চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফীন গতকাল রবিবার বিকেলে ইত্তেফাককে বলেন, ট্রলার ডুবির খবর পেয়েছি,তবে এখনো নিশ্চিত হতে পারিনি। এবিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
দুলার হাট থানার ওসি মো.মিজানুর রহমান পাটোয়ারী প্রত্যক্ষদর্শী হান্নান মাঝির বরাত দিয়ে জানান, নুরাবাদ ইউনিয়নের সাজাহান মাঝির মাছ ধরা ট্রলারটি ঝড়ের কবলে পড়ে শনিবার বিকেল ৪টার দিকে ঢালচর  চ্যানেলের শিবচর সংলগ্ন গভীর সমুদ্রে ডুবে গেছে। এতে মাঝি মাল্লাসহ ১৪জন জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে আমরা কাজ করছি বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০:০৪:১৩   ৩১৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি

আর্কাইভ