সঠিক নির্বাচন দিয়ে কেউ আওয়ামী লীগকে পরাজিত করতে পারেনি–দীপু মনি

প্রথম পাতা » চরফ্যাশন » সঠিক নির্বাচন দিয়ে কেউ আওয়ামী লীগকে পরাজিত করতে পারেনি–দীপু মনি
শনিবার, ২৯ এপ্রিল ২০২৩



---মিজান নয়ন,চরফ্যাশন অফিস॥

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন,আওয়ামী লীগের জন্ম মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়ে। আওয়ামীলীগ মানুষের গণতন্ত্র দিয়েছে, স্বাধীনতা দিয়েছে,উন্নয়ন দিয়েছে। সেই আওয়ামীলীগ নির্বাচন ছাড়া ক্ষমতায় আসেনি। আর আওয়ামীলীগকে কেউ নির্বাচন দিয়ে পরাজিতও করতে পারেনি। পরাজিত করেছে কু করে, ষড়যন্ত্র করে, না হয় হত্যা করে।

তিনি শনিবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের একাডেমিক ভবণ উদ্বোধণ উপলক্ষ্যে কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেছেন,আজকে সেই কু করার সুযোগ সংবিধানে নেই। ১৭কোটি মানুষের ৩৪কোটি চোখ, ১২কোটি মানুষের হাতে ক্যামেরা মোবাইল।  এত চোখের সামনে কু কিংবা কারচুপি করার সুযোগ নেই। এখন তাদের নির্বাচনে আসতে গরিমশি।

কলেজ অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় এমপি যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লা আল ইসলাম জ্যাকব বিশেষ অতিথির এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মশিউর রহমান সম্মানিত অতিথির বক্তব্য রাখেন। স্থানীয় এমপি আবদুল্লা আল ইসলাম জ্যাকবের দাবীর প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী আগামী জাতীয় নির্বাচনের আগে কলেজটিকে ডিগ্রি পর্যায়ে উন্নীত করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।  ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী,পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্রসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষামন্ত্রী চরফ্যাশনের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৪:৪৪   ১২৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ