

বৃহস্পতিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে নারিকেল গাছে উঠে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত -১
চরফ্যাশনে নারিকেল গাছে উঠে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত -১
চরফ্যাশন অফিস॥
চরফ্যাশনের আবদুল্যাপুর ইউনিয়নে নিজের নারিকেল গাছে নারিকেল পাতা কাটতে উঠে বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম আবু তাহের সর্দার(৫৫)। সে আবদ্যুাহপুর ৯নং ওয়ার্ডের মৃত মোতালেব সর্দারের ছেলে। চরফ্যাশন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বনি আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার ফাইটার বনি আমিন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, আবু তাহের সর্দার গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজেদের নারিকেল গাছে নারিকেল পাতা কাটতে উঠেন। একটি পাতা কাটতেই পাতাটি গাছ সংলগ্ন পল্লি বিদ্যুতের তারের উপর পড়ে গাছটি বিদ্যতায়িত হলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গাছের মাথায় মৃত অবস্থায় ঝুলে থাকেন আবু তাহের সর্দার। পরে তারা ঝুলন্ত ঐ লাশ নামিয়েছেন।
চরফ্যাশন থানার ওসি মোরাদ হোসেন জানান, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।