চরফ্যাশনে শিক্ষার্থীকে জুতা কামড়িয়ে শাস্তি দেয়ার অভিযোগ

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে শিক্ষার্থীকে জুতা কামড়িয়ে শাস্তি দেয়ার অভিযোগ
শনিবার, ২০ নভেম্বর ২০২১



---চরফ্যাশন অফিস,
চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পলাশ চন্দ্র দাস’র বিরুদ্ধে ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী হাছনাইনকে শ্রেণী কক্ষে জুতা কামড়িয়ে এবং কান ধরে উঠবস করিয়ে শাস্তি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষার্থীর পিতা এঘটনার বিচার দাবী করে উপজেলা নির্বাহী অফিসার’র নিকট লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্তের জন্য সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো.শফিকুল ইসলামকে দায়িত্ব দিয়েছেন বলে গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসার মো. আল নোমান জানিয়েছেন।
শিক্ষার্থীর পিতা মো.অহিদুর রহমান’র অভিযোগ সুত্রে জানাগেছে, তার ছেলে হাসনাইন আহমেদ চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। বিগত ৮নভেম্বর সহপাঠিদের সাথে কথা কাটাকাটি হলে সহপাঠিরা  শিক্ষক পলাশ চন্দ্র দাস এর নিকট বিচার দেন। শিক্ষক পলাশ চন্দ্র দাস হাছনাইনকে শ্রেণী কক্ষে ডেকে নিয়ে শাস্তি হিসেবে কান ধরে উঠবস করান এবং জুতা কামড়াতে নির্দেশ দেন এবং চাপ প্রয়োগ করে শিক্ষার্থীকে জুতা কামড়াতে বাধ্য করে তার নির্দেশ বাস্তবায়ন করান। তিনি বিষয়টি প্রধান শিক্ষক নিজাম উদ্দিনকে জানালেও কোন ব্যবস্থা না নেয়ায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মো. আল নোমান জানান, শিক্ষার্থীর পিতার দেয়া অভিযোগটি তদন্তের জন্য সহকারী উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, অভিযোগ তদন্ত করে উপজেলা নির্বাহি অফিসারের নিকট প্রতিবেদন দেয়া হবে।
অভিযুক্ত শিক্ষক পলাশ চন্দ্র দাস জানান, দুই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটির বিষয়টি তাকে জানানোর পর তিনি বিষয়টি মিমাংশা করে দিয়েছেন। কান ধরে উঠবস করানো কিংবা জুতা কামড়িয়ে শাস্তি দেয়ার অভিযোগ সঠিক নয়।
প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন বলেন, শিক্ষার্থী অভিভাবক বিষয়টি আমাকে ফোনে জানালে তাকে বিদ্যালয়ে আসতে বলেছি। কিন্তু তিনি  আসেননি।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:২১   ৬৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ