চরফ্যাসনে ভূয়া জন্মসনদ দিয়ে বিয়ে ! অতপরঃ

প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » চরফ্যাসনে ভূয়া জন্মসনদ দিয়ে বিয়ে ! অতপরঃ
বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১



নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাসন উপজেলায় ভূয়া জন্মসনদ দিয়ে বিবাহ পড়ানোর অভিযোগ উঠেছে।

উপজেলার নুরাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড কাছিয়াখালি গ্রামে এঘটনা ঘটেছে। বুধবার (১৪জুলাই) রাত ১১টায় ওই গ্রামের বাদশা মিয়া জামে মসজিদে দুলারহাটের মোস্তফা কাজি এ বিবাহ সম্পাদন করেন বলে স্থানীয় এক ইউপি সদস্য জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইউপি সদস্য বলেন, বুধবার (১৪জুলাই) রাত ১১টায় ওই মসজিদে ৯ নং ওয়ার্ডের বাসিন্দা কামালের প্রায় ১৬ বছর বয়সের ছেলে নাগরের সাথে  একই ইউনিয়নের ১৮বছরের এক মেয়ের সঙ্গে পারিবারিক সম্মতিতে এ বিবাহ সম্পাদন করা হয়।---

স্থানীয় গ্রামপুলিশ আরিফ ও সোহাগ জানান, কাছিয়াখালির ফারুক বেপারীর কলেজ পড়ুয়া ছেলে রিয়াজ দীর্ঘদিন ধরে ওই ইউনিয়নের চেয়ারম্যানের সাইন জাল করে কম্পিউটারের দোকান থেকে একাধিক ভূয়া জন্মসনদ তৈরী করে প্রত্যেক সনদ বাবদ ৩ থেকে ৫হাজার করে টাকা হাতিয়ে নিয়ে এ জালিয়াতি ব্যবসা করে আসছে। পূর্বেও রিয়াজকে এমন ঘটনায় স্থানীয়ভাবে সালিস বিচার করে সাবধান করার পরেও সে ভূয়া জন্মসনদ তৈরী বন্ধ করেনি। ইউপি সদস্য বাচ্চু মির বলেন, মোস্তফা কাজি রিয়াজের তৈরীকৃত ভূয়া সনদ দিয়ে বাল্যবিবাহ সম্পন্নের ঘটনা জানতে পারলে তাৎক্ষণিক রেজিস্ট্রি ছিড়ে পুড়িয়ে দেয় এবং ভূয়া জন্মসনদটি ছিড়ে ফেলা হয়েছে। ভূয়া ও জাল জন্মসনদ দিয়ে বাল্যবিবাহ কিভাবে পড়িয়েছেন এমন প্রশ্নের জাবাবে মোস্তফা কাজি বলেন, আমি ওই বিবাহ পড়াইনি। আমার বিরুদ্ধে অসত্য তথ্য দেয়া হয়েছে। এদিকে নাগরের (বর) মা পারভিন বেগম রিয়াজের তৈরীকৃত ভূয়া ও জাল জন্মসনদটি স্থানীয় গ্রামপুলিশ আরিফের হাতে তুলে দেন। এসময় সংবাদকর্মীদের তিনি বলেন, প্রতিবেশি ফারুকের ছেলে রিয়াজ ২হাজার টাকার বিনিময়ে এ ভূয়া জন্মসনদটি তৈরী করে দিলে গতকাল বুধবার রাতে বাদশা মিয়া জামে মসজিদে এ বিবাহ সম্পন্ন করা হয়। রিয়াজ ও তার পরিবার বাড়ি না থাকায় তাদের বক্তব্য জানা যায়নি। তবে ভূয়াসনদ দিয়ে বাল্যবিবাহ পড়ানোর অভিযোগ অস্বিকার করে মোস্তফা কাজি বলেন, আমার বিরুদ্ধে যে যাই বলুক আমি এ বিবাহ পড়াইনি। নুরাবাদ ইউপি চেয়ারম্যান  আনোয়ার হোসেন বলেন, আমার সাইন জাল করে রিয়াজসহ একটি চক্র ভূয়া জাল জন্মসনদ ও নাগরিক সনদ তৈরীসহ এলাকায় বল্যবিবাহে সহজ সরল মানুষকে উৎসাহ দিচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান রাহুল বলেন, বিষয়টি শুনেছি এবং ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৫২   ৫৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সর্বশেষ সংবাদ’র আরও খবর


বাংলার প্রথম ‘ম্যাট্রিক পাস’ কারা ছিলেন?
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ: মোহাম্মদ ইউনুস
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মনপুরায় শেষ দিনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল ॥
মনপুরায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন ॥
মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল
দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক

আর্কাইভ