মেঘনার অব্যাহত ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে জনপদ মনপুরা হাজিরহাট সংযোগ সড়কটি নদীর গর্ভে বিলীন হওয়ার পথে

প্রথম পাতা » প্রধান সংবাদ » মেঘনার অব্যাহত ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে জনপদ মনপুরা হাজিরহাট সংযোগ সড়কটি নদীর গর্ভে বিলীন হওয়ার পথে
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯



মনপুরা হাজিরহাট সংযোগ সড়কটি ভাঙ্গনের মুখে। অব্যাহত ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে ফসলী জমি।মোঃ ছালাহউদ্দিন, মনপুরা (ভোলা) সংবাদদাতা।।

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলা সদর হাজিরহাট বাজার থেকে উত্তর পাশের আঃ লতিফ ভূইয়া বাড়ী সংলগ্ন সংযোগ সড়কটি যে কোন মুহুর্তে নদীর গর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে। মেঘনার অব্যাহত ভাঙ্গনে সংযোগ সড়কটি নদীর গর্ভে বিলীন হওয়ার পথে। গতবর্ষা মৌসুমে মেঘনার তীব্রতায় ঢেউয়ের আঘাতে সংযোগ সড়কটির নিচ থেকে মাটি সড়ে গিয়েছে। সংযোগ সড়কটি বিচ্ছিন্ন হলে বন্ধ হয়ে যাবে ২টি গ্রামের যোগাযোগ ব্যাবস্থা। ফলে যোগাযোগ ব্যবস্থার অভাবে চরম দুর্ভোগে পড়বে হাজির হাট ইউনিয়নের সোনারচর ও চরযতিন গ্রামের ১০ সহস্রাধিক মানুষ। সংযোগ সড়কটি থেকে মেঘনার দুরত্ব রয়েছে ২০মিটার।

সংযোগ সড়কটি ভেঙ্গে গেলে মেঘনার জোয়ারের পানি প্রবেশ করে পানিবন্ধি হয়ে পড়বে ২টি গ্রামের মানুষ। হুমকির মুখে পড়বে সোনারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ মসজিদ মন্দির। চরম দুর্ভোগে পড়বে কোমলমতি স্কুলের ছাত্র-ছাত্রীরা।

প্রতিদিন চরযতিন ও সোনারচর গ্রাম থেকে শতাধিক স্কুল কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে স্কুলে আসা-যাওয়া করে। সংযোগ সড়কটি বিচ্ছিন্ন হলে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে এইসব শিক্ষার্থীদের। প্রতিদিন শতশত মানুষকে ভোগান্তিতে পড়তে হবে।

এছাড়াও তীব্র ভাঙ্গনের হজুমকিতে রয়েছে হাজিরহাট ইউনিয়নের নাইবেরহাট চেীধুরী বাজার পুর্বপাশের বেড়ীবাধ,সোনারচরের রাস্তার মাথা,দাসেরহাট। উত্তর সাকুচিয়া ইউনিয়নের কোরেজডেম, মাষ্টারহাট। দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রাম ও পুর্ব ও দক্ষিনপাশের বেড়ীবাধ।

এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী আবুল কালাম বলেন,সরজমিনে গিয়ে ভাঙ্গন কবলিত এলাকার চিত্র তুলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করব। এই মুহুর্তে ডাম্পিং বা পাইলিং করার কোন ব্যাবস্থা নেই। ভাঙ্গন এলাকায় নদীভাঙ্গন রোধ প্রকল্প তৈয়রীর জন্য চেষ্ঠা করব।

এব্যাপারে উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি সেলিনা আকতার চৌধূরী বলেন, ভাঙ্গন কবলিত এলাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির চেষ্ঠায় নদী তীর সংরক্ষন প্রকল্পের কাজ শুরু হয়েছে।

মনপুরা নদী ভাঙ্গন রোধ প্রকল্পের কাজ চলছে। তীব্র ভাঙ্গন এলাকায় স্পট নির্ধারন করে আমরা দ্রুত প্রকল্প তৈয়রীর জন্য চেষ্ঠা করব। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করব।

ভাঙ্গন কবলিত এলাকায় ভাঙ্গন রোধে দ্রুত কোন ব্যাবস্থা গ্রহন করা না হলে চরম দুর্ভোগে পড়বে ভ্ঙ্গান কবলিত এলাকার হাজারো মানুষ। বর্ষা মৌসুম শুরুর আগে কার্যকরী ব্যাবস্থা গ্রহন করার দাবী জানিয়েছেন এসব এলাকার বসবাসকারী সাধারন মানুষ।

বাংলাদেশ সময়: ২২:১২:৪৬   ৩৮০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার

আর্কাইভ