ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জীবনে কবি “নায়লা পাইলট”

প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জীবনে কবি “নায়লা পাইলট”
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯



ভোলাবাণী ডেক্সঃ

---♦ কবি বা লেখক পরিচিতি ♦

নামঃ নায়লা পাইলট, পেশায় একজন আদর্শ শিক্ষক, সমাজসেবী ও বিশিষ্ট ব্যবসায়ী।

স্বামীঃ এ এস এম কামরুজ্জামান পাইলট।

বাবাঃ মো: মোস্তাকীম খান।

মাঃ সারওয়ারী খানম।

সাত ভাই বোনের মাঝে দ্বিতীয়।

---জন্ম ও বংশ পরিচয়ঃ-

কবি নায়লা পাইলট প্বার্শবর্তী দেশ ভারতের দিল্লীতে ১৯৮১ সালের ১৮ ই সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন। তার দাদা ও নানা’র বাড়ি ভারতেই অবস্থিত। যুদ্ধ আগে থেকে তারা বাংলাদেশের লালমনিরহাটে বসবাস শুরু করেন।

বর্তমান তিনি বাংলাদেশ ও ভারত উভয় দেশের নাগরিক হিসেবে বসবাস করছেন।।

---লেখাপড়াঃ-

তিনি ছিলেন দারুণ মেধা শক্তির অধিকারী। পড়ালেখায় তিনি সর্বদা প্রথম স্থান অর্জন করতেন।

তিনি লালমনিরহাটের কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০০৭ সালে ইসলামের ইতিহাস বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন। একই কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রী ও লাভ করেন।

এছাড়া ও তিনি সাউথ-ইষ্ট বিশ্ববিদ্যালয় থেকে ম্যনেজমেন্ট বিষয়ে এমবিএ ডিগ্রী লাভ করেন।

পেপার কাটিংলেখালেখিতে “নায়লা পাইলটঃ-

ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস। স্কুল জীবনে দেয়াল পত্রিকায় সাপ্তাহিক লেখা, কবিতা দিতেন। সেই ছোট বেলা থেকে মূলত তার লেখালেখি শুরু।।

লালমনিরহাট জেলার “দৈনিক আলোকিত সকাল পত্রিকা”য় তার শান্তি কবিতাটি বেশ জনপ্রিয়তা পায়।

দৈনিক আলোকিত সকাল’ পত্রিকায় তার পাঠানো কবিতা সাপ্তাহিক কবিতা হিসেবে নিয়মিত প্রকাশিত হয়।।

এছাড়া ও বর্তমানে অনলাইন জাতীয় নিউজ পোর্টাল ‘বাংলা নিউজ এক্সপ্রেস টোয়েন্টি ফোর ডট কম’, ‘ভোলাবাণী ডট কম’ ও ‘সত্যের সৈনিক ডট কম’ - এ তার লেখা সমসাময়িক কবিতা, সাহিত্য ও প্রবন্ধ নিয়মিত প্রকাশ হয়।।

---১ম প্রকাশ ও প্রকাশনাঃ-

কবি নায়লা পাইলটের লেখা প্রথম কবিতার বই “তৃষ্ণার্ত মন” গত ১৪ এপ্রিল, ২০১৯ ইং (১লা বৈশাখ) প্রকাশিত হয়।।

---সমাজ সেবা মূলক কাজঃ-

তিনি এলাকার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, সিয়ান কল্যান ট্রাস্ট ও সিয়ান এগ্রো ফিশারিজ প্রজেক্ট সহ বিভিন্ন সমাজসেবা মূলক কাজের সাথে ওতোপ্রোতভাবে জড়িত।

তিনি এলাকাতে প্রতি রমজান মাসে গরীব দুস্থদদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ।

এছাড়া প্রতি ঈদে স্বামীর সহযোগিতায় ১০০ গরীব পরিবারের মাঝে কাপড়, সেমাই, চিনি ও পোলাও-র চাল এবং মাংস বিতরণ করেন।।

তিনি এলাকার গরীব দু:খীদের সন্তানদের ঢাকায় নিজের বাড়ীতে রেখে চাকুরির ব্যবস্হা করে দেন।

দেশের বাহিরে স্টুডেন্ট ভিসায় পাঠিয়ে অনেককে আলোর পথ দেখাতে সক্ষম হন। মনোজাগতিক জগতের ভ্রমণে তিনি সদা ব্যাকুল থাকেন।মানুষের কষ্টে তার হৃদয় সর্বদা ক্রন্দন করে।

তিনি তার স্বামীর সহযোগিতায় প্রতিবছর ১০ জন ছেলে মেয়ের বিবাহ সম্পর্ণে সাহায্য করেন।

তিনি প্রতিবছর ১০ জনকে ছাগল ও সেলাই মেশিন কিনে দেন। তার সার্বিক সুস্হতা ও মনের কল্যাণ কামনা করছি।।

---রাজনৈতিক জীবনঃ-

তিনি স্কুল জীবন থেকে বাংলাদেশ আওয়ামীলীগ’র ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ’র সাথে কাজ করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগকে মনে প্রাণে ভালোবাসেন।।

তিনি বর্তমানে পাটগ্রাম মহিলা আওয়ামীলীগের প্রচার সম্পাদিকা হিসেবে কাজ করছেন এবং তিনি ত্যাগী নেত্রী হিসেবে সকলের নিকট বেশ পরিচিতি লাভ করেছেন।।

বিভিন্ন অর্জনঃ-

ছোট বেলা থেকেই তিনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করতেন এবং পুরস্কৃত হতেন। তিনি গার্লস -গাইড ও রেডক্রিসেন্টের প্রধান নেত্রী ছিলেন। এছাড়া বাস্কেট বল খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলেন।

নিজের প্রজেক্টে লেখক পরিবারভবিষ্যত পরিকল্পনাঃ-

তিনি বর্তমানে ‘জেপিএম ইন্টারন্যাশলান গ্রুপ’-এ এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে কর্মরত।

তার পরিকল্পনা হলো তারই মনোচ্ছবি স্কুল প্রতিষ্ঠা করা ও বিশিষ্ট শিল্পপতি হওয়া।

এছাড়া তার প্রধান লক্ষ্য বিখ্যাত কবি হয়ে মানুষের মনে মানবতা জাগানো, জ্যোতি ছড়িয়ে সৃষ্টির কল্যানে নিজেকে নিবেদিত প্রান হিসেবে প্রতিষ্ঠা করা।।

চীনের রেস্টুরেন্ট এ লেখকদেশ ভ্রমণঃ-

কবি নয়লা পাইলট কর্ম ও ব্যক্তিগত জীবনে বিশ্বের (ভারত, চীন, থাইল্যান্ড, জাপান, কানাডা) সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

ব্যক্তিগত জীবনঃ-

ব্যক্তি জীবনে তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জননী।

ছেলে “সাদমান সাকিব বিন জামান”তার ছেলে “সাদমান সাকিব বিন জামান” পি.এস.সি ও জি.এস.সি পরীক্ষায় গোল্ডেন A+ ও ট্যালেন্টফুলে বৃত্তি লাভ করে। বর্তমানে সে উত্তরা রাজউক কলেজ এর দশম শ্রেণী ছাত্র।।

কবি কন্যা ‘আয়ানা আফরিন সিয়ান’কন্যা “আয়ানা আফরিন সিয়ান” ঢাকার উত্তরায় পরশমণি ল্যাবরেটরি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী।।

তিনি তার পরিবার ও স্বামীর ব্যবসার উত্তরোত্তর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।।

আমরা ভোলাবাণী পরিবার কবি, লেখক ও সমাজসেবক নায়লা পাইলটের সার্বিক সফলতা ও উন্নত জীবন কামনা করছি।।

বাংলাদেশ সময়: ১৬:০১:৫৬   ৯৩৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সর্বশেষ সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
জামিনে এসে বাদীর পরিবারে হামলা আগুন দিয়ে ঘর পোড়ানোর অভিযোগ
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা

আর্কাইভ